যদিও বিক্ষোভকারীরা তাদের দাবিতে অনড় থাকে। এই বিক্ষোভে ওই রুটের ৩৫০ টি অটো শুক্রবার সম্পূর্ণ রূপে বন্ধ থাকে। বিক্ষোভকারীদের আরও দাবি এই সমস্যার কথা বারবার প্রশাসনের কাছে জানিয়েও কোনো সমাধান হয়নি। বেআইনিভাবে চালানো অটোচালকদের একাধিক বার বারণ করতে গেলে হেনস্তার শিকার হতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থায়ী অটোচালকরা। কিভাবে দিনের পর দিন এই ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্নও তুলেছেন তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ বিপদ বাড়ছে চিনা মাঞ্জা সুতোয়! তবুও রমরমিয়ে চলছে বিক্রি!
যদিও শুক্রবার সেই অটোচালকদের রুটে দেখা যায়নি বলে খবর। এদিকে বিক্ষোভকারীরা তাদের দাবিতে অনড় থাকলে পরিস্থিতি আরও জটীল হয়ে ওঠে। বিক্ষোভকারীরা সমস্যার সমাধান না হলে কোনো অটো চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। সেজন্য তারা যাত্রীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ পৌছে অবস্থান বিক্ষোভ তুলে নিতে অনুরোধ করেছেন এবং সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন করেছেন বলে খবর।
Nawab Mallick