South 24 Parganas News: বিপদ বাড়ছে চিনা মাঞ্জা সুতোয়! তবুও রমরমিয়ে চলছে বিক্রি!

Last Updated:

চীনা মাঞ্জা সুতো ঘুড়ির বাজার দখল করায় বিপদ বাড়ছে শহর থেকে গ্রামাঞ্চলে। দেশীয় মাঞ্জা সুতোর চাহিদা না থাকায় চীনা মাঞ্জা সুতো বিক্রি করতে বাধ্য হচ্ছে ঘুড়ি বিক্রেতারা। শীতের মরশুম তো বটেই, শহর ও গ্রামাঞ্চলে বিশ্বকর্মা পুজো এবং অন্য সময়ও প্রতিযোগিতামূলকভাবে ঘুড়ি ওড়ানোর প্রবণতা দেখা যায় যুব সমাজের মধ্যে।

#জয়নগর : চীনা মাঞ্জা সুতো ঘুড়ির বাজার দখল করায় বিপদ বাড়ছে শহর থেকে গ্রামাঞ্চলে। দেশীয় মাঞ্জা সুতোর চাহিদা না থাকায় চীনা মাঞ্জা সুতো বিক্রি করতে বাধ্য হচ্ছে ঘুড়ি বিক্রেতারা। শীতের মরশুম তো বটেই, শহর ও গ্রামাঞ্চলে বিশ্বকর্মা পুজো এবং অন্য সময়ও প্রতিযোগিতামূলকভাবে ঘুড়ি ওড়ানোর প্রবণতা দেখা যায় যুব সমাজের মধ্যে। একটা সময় ঘুড়ি-প্রেমীরা বাজার থেকে সুতো কিনে দেশীয় পদ্ধতিতে কাঁচ গুড়ো করে বিভিন্ন ধরনের আঠা সংমিশ্রণ করে সুতোয় মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াতো, এবং সেই সুতো দিয়েও প্রতিযোগিতা চলতো একে অপরের সঙ্গে।
কিন্তু সম্প্রতি চিনা মাঞ্জা সুতো বাজার দখল করায় ঘুড়ি প্রেমীরা এই সুতো নিয়ে প্রতিযোগিতায় নেমে দ্রুততার সঙ্গে সফল হচ্ছেন। আর সে কারণেই দিন দিন বাড়ছে চীনা মাঞ্জা সুতোর চাহিদা। অপরদিকে চীনা মাঞ্জা সুতো দিয়ে প্রতিযোগিতা মূলকভাবে ঘুড়ি ওড়াতে গিয়ে ধারালো ওই সুতো দিয়ে ঘটছে নানান বিপদ।
আরও পড়ুনঃ বেআইনি অটো চলাচল বন্ধের দাবিতে ঠাকুরপুকুরে অবস্থান বিক্ষোভ
সংবাদ মাধ্যমের প্রায়ই দেখা যাচ্ছে চীনা মাঞ্জা সুতোয় কারুর কান কেটে যাচ্ছে ,কারুর নাক কেটে যাচ্ছে কেউ চোখ হারাচ্ছে কারুর আঙুল কেটে উড়ে যাচ্ছে। এত বিপদ হওয়া সত্বেও শহর থেকে গ্রামাঞ্চলে ঘুরি দোকানগুলিতে ক্রমশ বাড়ছে এই চীনা মাঞ্জা সুতোর চাহিদা। তাই এখন আকাশে ঘুড়ি উঠতে দেখলেই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে, কারণ ওই ঘুড়ি কেটে কোথায় গিয়ে পড়বে এবং ওই সুতো কার গায়ের উপর দিয়ে ঘষে যাবে তা কেউই জানে না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দেরিয়া গ্রামের কাঠের সেতুর বেহাল দশা! সারানোর দাবি তুলছেন স্থানীয়রা
তাই সাধারণ মানুষের দাবি, বিপদ এড়াতে অবিলম্বে বন্ধ হোক এই চীনা মাঞ্জা সুতো। ঘুড়ি বিক্রেতা ও মন থেকে চাইছেন না এই সুতো বিক্রি করতে। কিন্তু দিনের পর দিন এই সুতোর চাহিদা বেড়ে যাওয়ায় তারা ইচ্ছার বিরুদ্ধে এই সুতো বিক্রি করছেন। এখন দেখার বিষয় প্রশাসন এই বিষয়টা নিয়ে কতটা গুরুত্ব দেয়।
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বিপদ বাড়ছে চিনা মাঞ্জা সুতোয়! তবুও রমরমিয়ে চলছে বিক্রি!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement