শাসক দলের কথা অনুযায়ী কাজ না করলে গ্রাম ছাড়তে হবে, এমনই হুমকি পাচ্ছেন তাঁরা, এমনটাই অভিযোগ আশা কর্মীদের। নিজেদের নিরাপত্তার, সুষ্ঠুভাবে কাজ করার দাবি নিয়ে বাসন্তী গ্রামীণ হাসপাতালে ডেপুটেশন দেন ব্লক স্বাস্থ্য আধিকারিককে।
আরও পড়ুন: থানায় রয়েছেন অনুব্রত মণ্ডল, হঠাৎ বাড়ল দুশ্চিন্তা! তড়িঘড়ি এলেন চিকিৎসক
advertisement
আর পড়ুন: বিশ্বভারতীতে পৌষমেলা না হলেও হবে পৌষ উৎসব, জানুন
এক আশা কর্মী বলেন, ''আবাস যোজনা সার্ভের কাজ করতে গিয়ে কার্যত শাসকদলের নেতাদের হুমকির সম্মুখীন হতে হয়। পাশাপাশি তালিকা থেকে বিভিন্ন প্রাপকের নাম বাদ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। মানুষের কাছে আশা কর্মীদের গুরুত্ব অনেকটাই হারিয়ে গেছে। আশা কর্মীদের যে কাজ, সেই কাজ থেকে আমরা অনেকটাই দূরে সরে যাচ্ছি। এর ফলে আমাদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি আসছে। নিরাপত্তার অভাবে আমরা ভুগছি। এই আবাস যোজনার সার্ভের কাছ থেকে বিরত থাকতে চাই।''
বাসন্তী গ্রামীণ হাসপাতালের কর্তৃপক্ষ বলেন, ''আশা কর্মীদের তরফে আমাদের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে। আমরা নিরাপত্তার বিষয় নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছি। যাতে আশা কর্মীরা সুষ্ঠুভাবে নিজেদের কাজ করতে পারেন, সেই দিকেও নজর দেওয়া উচিত রাজ্যের পুলিশ প্রশাসনকে। আশা কর্মীরা আবাস যোজনার কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছেন। প্রায় সময় আশা কর্মীদের হুমকির মুখে পড়তে হয়।''
সুমন সাহা