আগে ধনদেবতা মা লক্ষ্মীর পুজোতে আতপ চাল এর গুড়ো আর খড়ি মাটি দিয়ে আলপনা দেয়া হতো প্রতিটা বাড়িতে বাড়িতে। কিন্তু বর্তমানে সেই গ্রাম বাংলার আলপনা সেভাবে আর দেখা যায় না। যার কারণ এখন বাজারে বাজারে প্লাস্টিকের কৃত্রিম আলপনার কদর বেড়েছে। মানুষের হাতে এখন সময় অনেকটা সংকীর্ণ। যার কারণে আগের মত আর আতপ চালের গুঁড়ো ও খড়ি মাটি দিয়ে আলপনা আর সেভাবে দেখতে পাওয়া যায় না গ্রাম বাংলার ঘরে ঘরে।
advertisement
আরও পড়ুনঃ ঘরে ফেরা! দুর্গাপুজোর শেষে বাড়ির পথে ঢাকিরা
এখন বাড়িতে বাড়িতে কৃত্রিম আলপনা নিয়ে যেতে দেখা যাচ্ছে বেশিরভাগ পরিবারের লোকেদের। লক্ষী পূজোর একদিন আগেই দেখা যাচ্ছে বাজারে বাজারে আলপনা লক্ষ্মীর পায়ের ছাপ থেকে শুরু করে বিভিন্ন কালারের কৃত্রিম আলপনার স্টিকার। তবে পুজো যেমনভাবেই হোক না কেন লক্ষী পূজোর অপরিহার্য অঙ্গ হল লক্ষ্মী পূজার আলপনা। কৃত্রিম আলপনা দিয়েই মানুষ চটজলদিস্টিকার দেওয়া আলপনা দিয়েই কাজ সেরে নিচ্ছে সবাই।
Suman Saha