South 24 Parganas News: ঘরে ফেরা! দুর্গাপুজোর শেষে বাড়ির পথে ঢাকিরা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পুজো শেষে এবার বাড়ি ফেরার পালা ঢাকিদের। সেজন্য দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কাশীনগর দাসপাড়াতে ফিরতে শুরু করেছেন ঢাকিদের দল। এই গ্রামে প্রায় সত্তরটি ঢাকি পরিবারের বাস।
#রায়দিঘি : পুজো শেষে এবার বাড়ি ফেরার পালা ঢাকিদের। সেজন্য দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কাশীনগর দাসপাড়াতে ফিরতে শুরু করেছেন ঢাকিদের দল। এই গ্রামে প্রায় সত্তরটি ঢাকি পরিবারের বাস। মূলত আজ অর্থাৎ শনিবার থেকেই এই গ্রামে দুর্গাপুজোর আমেজ শুরু হবে।কারণ পুজোর কটা দিন মণ্ডপে মণ্ডপে ঢাক বাজিয়েছেন বাড়ির পুরুষেরা। বিজয়া দশমীর পরদিন থেকে পরিবারের সদস্যদের জন্য নতুন জামাকাপড় কিনে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। শনিবার সকালের পর সমস্ত ঢাকী বাড়ি ফিরে এসেছেন।
বছরভর ঢাকি পরিবারের সদস্যরা এই দিনটির জন্য অপেক্ষা করেন। গত দু’বছর করোনা অতিমারির জন্য বায়না পায়নি ঢাকিরা। এবার চতুর্থীর দিন দল বেঁধে শিয়ালদা স্টেশনে জড়ো হয়েছিল। সেখান থেকে বায়না পায়। কলকাতার কাছে পিঠেই সকলেই পুজোর কটা দিন ঢাক বাজিয়েছেন। এবছর পুজোয় তাঁরা ভালো লাভ পেয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ খড়িমাটির আলপনা এখন অতীত! বাজারে বাড়ছে প্লাস্টিকের স্টিকার আলপনার কদর
এ নিয়ে মধ্য চল্লিশের ঢাকি নিমাই রুইদাস জানালেন, গত দু’বছর করোনার জন্য বায়না পাইনি। উৎসব বলে কিছু ছিল না। এবার ভাল টাকা উপার্জন করেছি। আমাদের পুজো কাটে মণ্ডপে। পরিবারের লোকেদের পুজো শুরু হবে আজ থেকে। নতুন পোষাক নিয়ে এসেছি। ভাল খাওয়া-দাওয়াও হবে। আবার লক্ষ্মীপুজোয় বায়না পেলে চলে যাব।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আতসবাজির প্রদর্শনী দেখতে বিপুল জনসমাগম কাশীনগরে
অপর এক ঢাকি অশোক রুইদাস জানান পুজোর সময়ে পরিবার ছেড়ে বাইরে থাকতে হয়। পরিবারের জন্য তখন একটু মন খারাপ হয়। তবে এবছর ভালোই লাভ হয়েছে। এখন বাড়িতে কিছুদিন সময় কাটাতে চান। পুজোর সময়টাতে বাড়িতে না থাকার কষ্ট এই কয়েকদিনে পুষিয়ে নিতে চান। আবার লক্ষীপুজো, কালিপুজো রয়েছে। তখন আবার ঢাক বাজানোর বায়না আসলে আবার ঢাক বাজাতে যাবেন।
advertisement
Nawab Mallick
Location :
First Published :
October 08, 2022 5:12 PM IST