South 24 parganas News: খড়িমাটির আলপনা এখন অতীত! বাজারে বাড়ছে প্লাস্টিকের স্টিকার আলপনার কদর

Last Updated:

দেবী দুর্গা কৈলাশেপাড়ি দিয়েছে কিন্তু বাঙালির উৎসবের মেজাজ থাকে অটুট। কারণ তার পরেই হয় লক্ষীর আরাধনা ধন-সম্পত্তির দেবী লক্ষ্মী হলেন সবার প্রিয়।

আলপনা
আলপনা
#দক্ষিণ ২৪ পরগনা : দেবী দুর্গা কৈলাশেপাড়ি দিয়েছে কিন্তু বাঙালির উৎসবের মেজাজ থাকে অটুট। কারণ তার পরেই হয় লক্ষীর আরাধনা ধন-সম্পত্তির দেবী লক্ষ্মী হলেন সবার প্রিয়। আমরা জানি বাঙালির বারো মাসে তেরো পারবন। রাত ফুরালেই কোজাগরি লক্ষ্মী পূজা আর এই লক্ষী পুজো ঘিরে ব্যস্ত প্রতিটি ঘরে ঘরে। নাওয়া খাওয়া ভুলে শেষ মুহূর্তের লক্ষ্মীপুজোর নানান উপকরণ তৈরিতে ব্যস্ত বাঙালির প্রতিটা ঘরে ঘরে। লক্ষী পূজো মানে ঘরে ঘরে আলপনা আর সেই আলপনা এখন যেন হারিয়ে যেতে বসেছে।
আগে ধনদেবতা মা লক্ষ্মীর পুজোতে আতপ চাল এর গুড়ো আর খড়ি মাটি দিয়ে আলপনা দেয়া হতো প্রতিটা বাড়িতে বাড়িতে। কিন্তু বর্তমানে সেই গ্রাম বাংলার আলপনা সেভাবে আর দেখা যায় না। যার কারণ এখন বাজারে বাজারে প্লাস্টিকের কৃত্রিম আলপনার কদর বেড়েছে। মানুষের হাতে এখন সময় অনেকটা সংকীর্ণ। যার কারণে আগের মত আর আতপ চালের গুঁড়ো ও খড়ি মাটি দিয়ে আলপনা আর সেভাবে দেখতে পাওয়া যায় না গ্রাম বাংলার ঘরে ঘরে।
advertisement
আরও পড়ুনঃ ঘরে ফেরা! দুর্গাপুজোর শেষে বাড়ির পথে ঢাকিরা
এখন বাড়িতে বাড়িতে কৃত্রিম আলপনা নিয়ে যেতে দেখা যাচ্ছে বেশিরভাগ পরিবারের লোকেদের। লক্ষী পূজোর একদিন আগেই দেখা যাচ্ছে বাজারে বাজারে আলপনা লক্ষ্মীর পায়ের ছাপ থেকে শুরু করে বিভিন্ন কালারের কৃত্রিম আলপনার স্টিকার। তবে পুজো যেমনভাবেই হোক না কেন লক্ষী পূজোর অপরিহার্য অঙ্গ হল লক্ষ্মী পূজার আলপনা। কৃত্রিম আলপনা দিয়েই মানুষ চটজলদিস্টিকার দেওয়া আলপনা দিয়েই কাজ সেরে নিচ্ছে সবাই।
advertisement
advertisement
Suman Saha
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 parganas News: খড়িমাটির আলপনা এখন অতীত! বাজারে বাড়ছে প্লাস্টিকের স্টিকার আলপনার কদর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement