এরপর তারাই কাছে গিয়ে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমান। এরপর মৎস্যজীবীরা সাগর থানায় খবর দেয়। এই ঘটনার খবর শুনেই সাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।এ নিয়ে মৎস্যজীবীরা জানান প্রথমে দূর থেকে একটি বস্তুকে মড়ার মত পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। কাছে গিয়ে দেখা যায় মৃতদেহ। কিভাবে এই স্থানে মৃতদেহটি এল তা ভাবাচ্ছে সকলকেই। বর্তমানে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
advertisement
আরও পড়ুনঃ বর্জ্য অপসারণ সমস্যায় জর্জরিত কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল
তবে এখনও পর্যন্ত ওই ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় সাগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ব্যক্তির পরিচয় জানার জন্য নিকটবর্তী থানাতেও যোগাযোগ করেছে সাগর থানার পুলিশ। বর্তমানে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহাকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে বলে খবর।
Nawab Mallick