South 24 Parganas News: বর্জ্য অপসারণ সমস‍্যায় জর্জরিত কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল

Last Updated:

বর্জ্য অপসারণ সমস‍্যায় জর্জরিত কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল। দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরের বর্জ্য পদার্থ পরিষ্কার না হওয়ায় তা থেকে ছড়াচ্ছে দূর্গন্ধ। ফলে অসুবিধায় পড়েছেন হাসপাতালে আগত রোগীরা।

+
কাকদ্বীপ

কাকদ্বীপ হাসপাতাল

#কাকদ্বীপ : বর্জ্য অপসারণ সমস‍্যায় জর্জরিত কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল। দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরের বর্জ্য পদার্থ পরিষ্কার না হওয়ায় তা থেকে ছড়াচ্ছে দূর্গন্ধ। ফলে অসুবিধায় পড়েছেন হাসপাতালে আগত রোগীরা। কাকদ্বীপ মহাকুমার অন‍্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল হল এই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল। সেই হাসপাতাল চত্বর বর্তমানে আবর্জনায় ভরে উঠেছে। হাসপাতালে প্রবেশের পথেই রয়েছে খোলা ম‍্যানহোল। সেখান থেকে উপচে আসছে নোংরা জল। এছাড়াও হাসপাতালের পাশের নিকাশী নালা দিয়ে আসা নোংরা জল রাস্তার উপর উঠে এসেছে। হাসপাতাল চত্বরে যত্রতত্র পড়ে আছে মেডিক্যাল বর্জ্য। হাসপাতাল চত্বর নিয়মিত সাফাই হয়না বলে অভিযোগ রোগী ও তাঁদের আত্মীয়রা।
হাসপাতালে একটি মাত্র পুকুর নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে এমনকি ওই পুকুরেও ফেলা হচ্ছে মেডিক্যাল বর্জ‍্য। কাকদ্বীপ মহকুমার কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথরপ্রতিমা ব্লকের একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল এটি। প্রতিদিন প্রায় ৪ হাজার মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন। কিন্তু সেই হাসপাতালেই এমন অবস্থা হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে রোগির আত্মীয়দের মধ‍্যে। এই দুর্গন্ধময় পরিবেশের জন্য সরব হয়েছেন তাঁরা। দ্রুত হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ ফেরানোর দাবী তুলেছেন সকলেই।
advertisement
আরও পড়ুনঃ নাইলনের জাল ছিঁড়ে জঙ্গলের কোর এরিয়ায় ঢুকে নিজেরাই বিপদ ডাকছেন মৎস্যজীবীরা
এ নিয়ে হাসপাতালে আগত এক রোগীর আত্মীয় নারায়ণ গায়েন জানান হাসপাতালে আসার পর থেকে হাসপাতালের এই অবস্থা দেখে শরীর গুলিয়ে উঠছে। আবর্জনা পরিষ্কার না করে সকাল, বিকাল সন্ধ্যায় ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে। এতে দূর্গন্ধ আরও বাড়ছে। কাজের কাজ কিছুই হচ্ছেনা।হাসপাতালে সাফাইকর্মীর অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সমস‍্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার কৃষেন্দু রায়।
advertisement
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বর্জ্য অপসারণ সমস‍্যায় জর্জরিত কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement