পঞ্চায়েত ভোট দুয়ারে কড়া নাড়ছে। আর কিছুদিন পরই রাজনৈতিক দলগুলো ভোট প্রচারে আসবে। তার মধ্যেই বেহাল রাস্তা ক্ষোভ বাড়াচ্ছে গ্রামবাসীদের। বারুইপুর থানা এলাকার রামনগর-১ পঞ্চায়েতের কুমোরপাড়াতে প্রায় দেড় কিলোমিটার রাস্তা বর্তমানে চলাচলের একেবারে অযোগ্য হয়ে উঠেছে। রাস্তার ইট উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষাকালে এই রাস্তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়বে বলে এলাকার মানুষের আশঙ্কা। এদিকে গ্রামবাসীদের চলাচলের এই একটাই পথ। ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে যাওয়া থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, অফিস-কাছারি সবকিছুই এই রাস্তার উপর দিয়ে সারতে হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তা ঠিক করার জন্য বহুবার পঞ্চায়েতকে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
advertisement
আরও পড়ুন: বাল্যবিবাহ-নারী পাচার ঠেকাতে লড়ছে একাদশ শ্রেণির ছাত্রীরা! স্বীকৃতি দিল প্রশাসন
স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেল, এই রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সেখান দিয়ে আর কোনও গাড়ি চলাচল করতে পারছে না। অন্যদিকে রাস্তা খারাপ হওয়ার জন্য স্কুলে যাওয়ার সময় ছেলেমেয়েরাও সমস্যায় পড়ে। রাস্তার গর্তে পড়ে সাইকেল-বাইকের ক্ষতি হচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে, কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও খারাপ রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুল্যান্স ঢোকে না! এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগেই রাস্তা সারাইয়ের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা।
সুমন সাহা