সূত্রের খবর, মথুরাপুরের অ্যাম্বুল্যান্স চালকরা গত ৯ মাস ধরে বেতন পাচ্ছেন না। একাধিকবার এই সমস্যার কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান মেলেনি। ফলের সংসারে হাঁড়ির হাল অবস্থা। আর তাই একপ্রকার বাধ্য হয়ে শনিবার ধর্মঘটের পথে হাঁটেন এখানকার অ্যাম্বুল্যান্স চালকরা।
আরও পড়ুন: ১৯ বছর পর পুরুলিয়ায় বক্সিং-এর লড়াই
advertisement
শনিবার মথুরাপুর গ্রামীণ হাসপাতালের সব আ্যম্বুল্যান্স চালক গাড়ি চালাননি। সকাল থেকেই বন্ধ থাকে পরিষেবা। বেলা যত বাড়তে থাকে সমস্যা আরও তীব্র হয়। মূলত মথুরাপুর ও মন্দিরবাজার এলাকার মানুষ মথুরাপুর হাসপাতালের উপর নির্ভর করে। কোনও সমস্যা জটিল হলে এখান থেকে জেলা হাসপাতাল বা কলকাতায় রেফার করা হয়। আবার অনেক রোগীর পরিজনরা সরাসরি অ্যাম্বুল্যান্সে করে রোগীকে নিয়ে কলকাতার হাসপাতালে আসেন। কিন্তু পরিষেবা বন্ধ থাকায় বহু মানুষ চিকিৎসা করতে গিয়ে সমস্যায় পড়েছেন।
অ্যাম্বুল্যান্স চালকরা ধর্মঘটের পথে হাঁটায় ডায়মন্ডহারবার ম্যেডিকেল কলেজে আসা সমস্যার হয়ে দাঁড়ায়। যদিও বেলার দিকে ব্লক স্বাস্থ্য আধিকারিক তাঁদের দাবি শোনার আশ্বাস দিলে ১.৩০ টা নাগাদ ধর্মঘট তুলে নেন অ্যাম্বুল্যান্স চালকরা। যদিও আগামী একসপ্তাহের মধ্যে দাবি দাওয়া পূরণ না হলে আবারও আন্দোলনের হঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
নবাব মল্লিক