সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়ে শিশুটির পরিবার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। শিশুটির পরিবারের দাবি, সঠিক চিকিৎসা হলে তাঁদের সন্তান বেঁচে যেত।
এদিকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে খবর পেয়ে ছুটে আসে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে তাঁরা হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জানাবেন। এই বিষয়ে কাকদ্বীপ হাসপাতালের সুপার কৃষেন্দু বিশ্বাস জানান, অভিযোগ পেলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হবে। উল্লেখ্য, বুধবার সকালে কাকদ্বীপ হাসপাতালের পুরুষ ওয়ার্ড থেকে এক রোগী নিখোঁজ হয়ে গিয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও কাঠগড়ায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা।
advertisement
বিশ্বজিৎ হালদার