নরেন্দ্রপুর থানার লস্করপুর এলাকার সিং এন্ড শাও নামে ওই কোচিং সেন্টারের এক ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল বলবীর সিং নামে ওই শিক্ষককে। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, স্পোকেন ইংলিশ শেখানোর জন্য নিজের খুশি মত সময়ে ওই ছাত্রীকে ডেকে পাঠাতেন। তারপরে ওই ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করতেন। কাউকে না জানানোর আবেদনের সঙ্গে ছিল খুনের হুমকি। লজ্জায়, ভয়ে, কাউকে বলতে না পেরে বাথরুমে আত্মহত্যার করার চেষ্টা করেন ওই নির্যাতিতা ছাত্রী টি।
advertisement
আরও পড়ুন Birbhum News : অনলাইনে তারা মায়ের পুজো দেন? প্রতারণা হচ্ছে না তো? কঠোর পদক্ষেপ মন্দির কমিটির
নির্যাতিতা ছাত্রীর মা জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ওই শিক্ষকের কাছে ইংরেজি বিষয় পড়ার জন্য ওই কোচিং সেন্টারে ভর্তি হয় আমার মেয়ে। রাস্তায় একদিন ওই শিক্ষকের সঙ্গে দেখা হয়। তিনি নিজেই আমার মেয়েকে স্পোকেন ইংলিশ শেখানোর কথা বলেন৷ এবং ছাত্রীকে স্নেহ করেন বলে কোনও টাকা নিতে চাননি তিনি৷ এরপর আমার মেয়ে আমার কাছে সমস্ত কথা খুলে বলায় আমি নরেন্দ্রপুর থানার পুলিশের দ্বারস্থ হই। লিখিত অভিযোগ দায়ের করি ওই শিক্ষকের বিরুদ্ধে। নরেন্দ্রপুর থানার অভিযোগ দায়ের করা পর ঘটনার তদন্ত নেমে অভিযুক্ত শিক্ষক বলবির সিং কে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ আজ বারাইপুর আদালতে তোলা হবে অভিযুক্তকে।
সুমন সাহা