Birbhum News : অনলাইনে তারা মায়ের পুজো দেন? প্রতারণা হচ্ছে না তো? কঠোর পদক্ষেপ মন্দির কমিটির

Last Updated:

কৌশিকী অমাবস্যা মানেই যেন তারাপীঠ। প্রতিবছর কৌশিকী অমাবস্যায় এই তারাপীঠে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হয়ে থাকে। যারা আসতে পারেন না, তারা অনলাইনে পুজোর জন্য টাকা পাঠিয়ে দেন৷

তারা মা অনলাইনে পুজো
তারা মা অনলাইনে পুজো
#বীরভূম: কৌশিকী অমাবস্যা মানেই যেন তারাপীঠ। প্রতিবছর কৌশিকী অমাবস্যায় এই তারাপীঠে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হয়ে থাকে। তবে শুধু কৌশিকী অমাবস্যা নয়, বছরের বিভিন্ন সময় তারাপীঠে দেশ দুরান্তের পুণ্যার্থীদের আগমণ দেখা যায়। তারাপীঠে তারা মায়ের প্রতি পুণ্যার্থীদের এই ভক্তি এবং টানের দিকে নজর রেখে কয়েক বছর ধরেই অনলাইনে পুজোর প্রচলন চালু হয়েছে। তবে অনলাইনে এই পুজোর ক্ষেত্রে বিপুল অঙ্কের টাকা নেওয়া হলেও আপনি প্রতারণার শিকার হচ্ছেন না তো?
সম্প্রতি এই প্রশ্ন জাগতে শুরু করেছে তারাপীঠ মন্দির কমিটির সদস্যদের বক্তব্যকে ঘিরে। এই প্রশ্ন জাগতে শুরু করার পাশাপাশি এবার তারাপীঠে অনলাইনে পুজো কঠোরভাবে নিষিদ্ধ করা হল তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে। সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং ওয়েবসাইট খুলে এই ধরনের ব্যবসা চালানো হচ্ছে বলে অভিযোগ মন্দির কমিটির সদস্যদের এবং তারাপীঠ মন্দিরের সেবায়েতদের। এরই পরিপ্রেক্ষিতে তারা অনলাইনে পুজো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করলেন।
advertisement
advertisement
তারাপীঠে তারা মায়ের অনলাইনে পুজো দেওয়ার ক্ষেত্রে যেভাবে প্রচলন শুরু হয়েছে তাতে দেখা যাচ্ছে, কৌশিকী অমাবস্যায় পুজো দেওয়ার জন্য ২০ হাজার ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে ৫০১ টাকা, ১০০১ টাকা, ৩১০০ টাকা ইত্যাদি নানা ধরনের পুজোর ভাগ। কিন্তু এই সমস্ত অনলাইন পুজো একপ্রকার অবৈধ বলেই ঘোষণা করেছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় এবং সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায়। তারা এটাও দাবি করেছেন, এইভাবে পুণ্যার্থীদের প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে।
advertisement
তাদের দুজনের কথা অনুযায়ী, কিছু অসাধু চক্র অনলাইনে পুজো দেওয়ার নামে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে পুণ্যার্থীদের প্রতারণা করছে। এর পরিপ্রেক্ষিতে পুণ্যার্থীদের সতর্ক করার পাশাপাশি বিনীত অনুরোধ করেছেন, এই ধরনের প্রতারণায় যেন কেউ পা না দেন। কেউ যদি দূর-দূরান্ত থেকে পুজো দিতে চান তাহলে নিজেদের পরিচিত সেবায়তদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : অনলাইনে তারা মায়ের পুজো দেন? প্রতারণা হচ্ছে না তো? কঠোর পদক্ষেপ মন্দির কমিটির
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement