আহত দু’জনের মধ্যে সাইকেল চালক আবু কাহার। বাড়ি জয়নগর থানার উওর গোলাবাড়ি এলাকায় ও মোটর সাইকেল চালক আবু তাহের গাজী, বাড়ি জয়নগর থানার রামকৃষ্ণপুর এলাকায়। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় নার্সিংহোমে। আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন, জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, আজ থেকেই শুরু রুটমার্চ
advertisement
আরও পড়ুন, পঞ্চায়েতে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগ নয়, জানাল হাইকোর্ট
গত কয়েক মাসের এই কুলপি রোডের জয়নগর থানা এলাকায় দুর্ঘটনার জেরে প্রাণ গিয়েছে চার থেকে পাঁচজনের। কেউ হারিয়েছে সন্তান, কেউ হারিয়েছেন মাকে। তবে পুলিশের পক্ষ থেকে অনেক ধরনের পদক্ষেপ করা হয়েছে। কুলপি রোডের বেশ কিছু জায়গায় লাগানো হয়েছে স্পিড ব্রেকার এবং বেশ কিছু মোড়ে মোড়ে পুলিশি নাকা চেকিং। কোনও বাইক আরোহী যদি হেলমেট পরে না যান, তাঁদের হেলমেট পরার পরামর্শ দিচ্ছেন পুলিশের পক্ষ থেকে। তাও কোনভাবে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না।
সুমন সাহা