দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত নরি দানা সাউথ গড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামনে ঘটনাটি ঘটে। যতদূর জানা গিয়েছে, একটি বাইকে তিন জন ছিলেন। তাঁরা তিনজনই চম্পাহাটিতে বাড়ি যাচ্ছিলেন। আর তখন ঘটে এই দুর্ঘটনা।
আরও পড়ুন: এই পাখি উড়লেই হয় বাঁশির সুরের শব্দ! নিশাচর এই হাঁস কোথায় দেখতে পাবেন জানেন? রইল হদিশ
advertisement
তাঁরা তিনজন যখন ই চম্পাহাটিতে বাড়ি ফিরছিলেন তখনই সাউথ গড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামনে উল্টো দিক থেকে একটি বাইকও আসছিল। সেই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
আরও পড়ুন: নেই নিকাশি ব্যবস্থা, রাস্তায় উপচে পড়ছে নোংরা জল! খোদ কলকাতায় এই ভয়ঙ্কর চিত্র, ক্ষিপ্ত এলাকাবাসি
নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে চম্পাহাটি মুখী বাইকটিকে।ঘটনাস্থলেই মারা যান এক ব্যক্তি। তাঁর বয়স ৪০ বছর। আরও দুজন গুরুতর আহত হন। তাঁদের মধ্যে ওই একব্যক্তি ৪৩ বছর বয়সী। আরও একজন ৩০ বছর বয়সী।
আহত দুজনকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের অবস্থার অবনতি ঘটে। ফলে তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। বারুইপুর থানার খবর দিলে বারইপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছেন।
সুমন সাহা