Migratory Bird: এই পাখি উড়লেই হয় বাঁশির সুরের শব্দ! নিশাচর এই হাঁস কোথায় দেখতে পাবেন জানেন? রইল হদিশ

Last Updated:
শীত পড়তে জলাশয়ে ভিড় বাড়ছে হাঁস প্রজাতির বিশেষ এই পাখির। এই পাখি দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।পশ্চিম মেদিনীপুরের বেলদায় একটি আশ্রমের জলাশয়ে শীতকালে ভিড় জমায় হাজার হাজার লেজার হুইসেলিং ডাক।
1/6
শীত পড়তে জলাশয়ে ভিড় বাড়ছে হাঁস প্রজাতির বিশেষ এই পাখির। এই পাখি দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
শীত পড়তে জলাশয়ে ভিড় বাড়ছে হাঁস প্রজাতির বিশেষ এই পাখির। এই পাখি দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
advertisement
2/6
পশ্চিম মেদিনীপুরের বেলদায় একটি আশ্রমের জলাশয়ে শীতকালীন সময়ে ভিড় জমায় হাজার হাজার লেজার হুইসেলিং ডাক।
পশ্চিম মেদিনীপুরের বেলদায় একটি আশ্রমের জলাশয়ে শীতকালীন সময়ে ভিড় জমায় হাজার হাজার লেজার হুইসেলিং ডাক।
advertisement
3/6
মূলত হাঁস প্রজাতির এই লেজার হুইসেলিং ডাক। ভারতের বিভিন্ন জায়গার পাশাপাশি বাংলাদেশ, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়।
মূলত হাঁস প্রজাতির এই লেজার হুইসেলিং ডাক। ভারতের বিভিন্ন জায়গার পাশাপাশি বাংলাদেশ, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়।
advertisement
4/6
পাখি বিশারদদের মতে, এরা স্বাভাবিকভাবে বড় জলাশয়ে দলবদ্ধ ভাবে অবস্থান করে। মূলত এই পাখিরা নিশাচর। শীতকালীন সময়ে প্রজননের কারণে বড় জলাশয়ে ভিড় জমায়।
পাখি বিশারদদের মতে, এরা স্বাভাবিকভাবে বড় জলাশয়ে দলবদ্ধ ভাবে অবস্থান করে। মূলত এই পাখিরা নিশাচর। শীতকালীন সময়ে প্রজননের কারণে বড় জলাশয়ে ভিড় জমায়।
advertisement
5/6
গ্রামীণ ভাষায় এই পাখিকে সরালি হাঁস বলা হয়। বিশেষজ্ঞরা মনে করেন বাঁশি বাজানোর সুরে এই হাঁস ধীরে ধীরে ডানা  মেলে  উড়তে থাকে।
গ্রামীণ ভাষায় এই পাখিকে সরালি হাঁস বলা হয়। বিশেষজ্ঞরা মনে করেন বাঁশি বাজানোর সুরে এই হাঁস ধীরে ধীরে ডানা  মেলে  উড়তে থাকে।
advertisement
6/6
তবে শীতের শুরু থেকেই এই পাখির ভিড় বাড়তে থাকায় আশ্রমিকরা এবং স্থানীয় বাসিন্দারা এই পাখিকে রক্ষা করেন। পাখি দেখতে প্রতিদিন বিকেলে বেশ ভিড় হয় এখানে।
তবে শীতের শুরু থেকেই এই পাখির ভিড় বাড়তে থাকায় আশ্রমিকরা এবং স্থানীয় বাসিন্দারা এই পাখিকে রক্ষা করেন। পাখি দেখতে প্রতিদিন বিকেলে বেশ ভিড় হয় এখানে।
advertisement
advertisement
advertisement