সেক্ষেত্রে সুবিধা হত বড় নার্সারিগুলির। ছোট নার্সারিগুলি অর্থের অভাবে সেই কাজ সুষ্ঠভাবে পালন করতে পারত না। তবে এবার সেই কাজ সুষ্ঠভাবে হবে। সেজন্য বিভিন্ন ছোট নার্সারিগুলিকে এক ছাতার তলায় এনে এই কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘আবাদ উদ্যোগ’।
আরও পড়ুনঃ কেটে গেছে গোটা ১ বছর, তাও সম্পূর্ণ হল না সূর্যপুর সেতু সংস্কারের কাজ
advertisement
সম্প্রতি এই কাজের স্থান ঘুরে দেখতে সেখানে যান বিপর্যয় ব্যবস্থাপনা ও নাগরিক প্রতিরক্ষা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান, দক্ষিণ ২৪ পরগণার বজবজ ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সুব্রত (বুচান) ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এই ‘আবাদ উদ্যোগের’ মাধ্যমে শুধুমাত্র চারাগাছ বিপনন করা নয়, গাছগুলি পরিচর্যার উপায়ও বাতলে দেওয়া হবে। অনেক সময় দেখা গিয়েছে চারাগাছ পরিচর্যার অভাবে মারা গিয়েছে। সেই মৃত্যুর হারও কমবে এর ফলে।
নবাব মল্লিক