প্রথমে তাঁকে ক্যানিং মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ থাকার চিকিৎসকরা তাঁকে কলকাতার চিত্তরঞ্জনে স্থানান্তরিত করেন। সেখানেই চিকিৎসা চলছিল তার। শুক্রবার সকলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার মাথায় এবং বুকে গুরুতর আঘাত লাগে। এই ঘটনার জন্য বাম সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ মা, মা…! চোখের নিমেষে ছিটকে পড়ল ৩ বছরের মেয়ে, মায়ের সামনেই ছিন্নভিন্ন শিশু
বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, “ভোটের দিন যখন রাধারানিপুর গ্রামে ২৪১ নম্বর বুথের সামনে আজহার নস্কর যান, তখনই বুথ দখল করার সময় এলোপাথাড়ি গুলি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সেই বোমা ও গুলির আঘাতে গুরুতর জখম হন আজাহার লস্কর। প্রশাসনের কাছে একান্ত অনুরোধ এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
সুমন সাহা