Bangla News: মা, মা...! চোখের নিমেষে ছিটকে পড়ল ৩ বছরের মেয়ে, মায়ের সামনেই ছিন্নভিন্ন শিশু
- Reported by:SARTHAK PANDIT
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Train Accident: ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশু কন্যার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি এলাকায়।
মেখলিগঞ্জ: ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু শিশু কন্যার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি এলাকায়।
বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে রেললাইন। সেখানেই পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ করছিল ওই শিশুর মা। মায়ের সঙ্গে দেখা করতে গেলে হঠাৎ করেই লাইনে ট্রেন চলে আসে, সেখানেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় শিশুটির। ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উছলপুকুরির ভুশিরবাড়ি এলাকায় তিন বছরের ওই শিশুকন্যা আচমকা রেললাইনের কাছে চলে গিয়েছিল। বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে রেললাইনের ধারে পাটের আঁশ ছাড়াচ্ছিল তার মা। সেই সময় বাড়ি থেকে দু-বোন মিলে মায়ের সঙ্গে দেখা করতে যায়। ঠিক তখনই লাইনে ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি। এই ঘটনায় গোটা এলাকার মানুষে মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।”
advertisement
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় পরিচয়! নাবালিকার সঙ্গে সাংঘাতিক কাণ্ড ঘটাল যুবক! চাঞ্চল্য
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সময় পাটের আঁশ ছাড়ানোর কাজ চলছে সর্বত্র। উছলপুকুরির ভুশিরবাড়ি এলাকায় রেল লাইনের ধারে জলাশয়ে সেই কাজেই ব্যস্ত ছিল শিশুটির মা। শিশুটি নিজের দিদির সঙ্গে সেখানেই মায়ের কাছে যাচ্ছিল। হটাৎ করেই লাইনে ট্রেন চলে আসায় দুর্ঘটনাটি ঘটে। দেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2023 7:27 PM IST










