এদিকে এই ঘটনার পর ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। তাঁরা জানিয়েছেন যে বেশ কয়েকমাস তাদের উপর অতিরিক্ত কাজের চাপ যাচ্ছে। অনেকেই সেজন্য অসুস্থ হয়ে পড়ছেন। কৃষ্ণা দাস নামের এক সহকারী নার্স এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
আরও পড়ুনঃ নামখানায় ১০ বছর ধরে বেহাল মিনি স্লুইসগেট!
advertisement
তিনি বলেছেন পুরুলিয়াতে এর আগে কাজের চাপে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এই দিদির ক্ষেত্রেও তাই হয়েছে। আমরা সকলেই এই ঘটনার সুস্থ প্রতিকার চাই। সকলের কাজের চাপ কমানো উচিৎ। এই ঘটনার প্রতিবাদে সকলের এগিয়ে আসা উচিৎ। ওই স্বাস্থ্যকর্মীর হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছেন ওই স্বাস্থ্যকর্মীর পরিবারের লোকজন।
আরও পড়ুনঃ পাথরপ্রতিমায় ভোলাগিরির ব্রিজের বেহাল দশা! ভোগান্তি স্থানীয়দের
ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকর দেবাশিস রায়। তবে শেষপর্যন্ত কাজের চাপে কি নার্সের এই অকালমৃত্যু ঘটল, প্রশ্ন কিন্তু উঠেই গেল।
Nawab Mallick