পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ বছর আগে নামখানার সাতমাইলের শিউলির সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় প্রসাদপুরের গুরুপদর। গুরুপদ পেশায় পরিযায়ী শ্রমিক। স্বামী না থাকায় শ্বশুর ও শাশুড়ি গৃহবধূর ওপর বিভিন্ন কারণে নির্যাতন চালাত বলে অভিযোগ। সম্প্রতি ওই গৃহবধূ অত্যাচার সহ্য করতে না পেরে এক আত্মীয়ের বাড়িতে চলে যায়। বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ি ফিরেছিল ওই গৃহবধূ। অভিযোগ, এরপর মারধর করার পর ওই গৃহবধূকে একটি ঘরের মধ্যে আটকে রেখে গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় শশুরবাড়ির পরিবারের লোকজন।
advertisement
আরও পড়ুনঃ গ্রামের লক্ষ্মীপুজোয় দুই পাড়ার লড়াই! জমজমাট মথুরাপুরের খোজখিদির
এরপর ওই গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে আসে এবং ওই গৃহবধূকে উদ্ধার করে কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। এরপর ওই মহিলার অবস্থার অবনতি হওয়ায় তাকে ডায়মন্ড হারবার ম্যেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে চিকিৎসা চলাকালীন ওই গৃহবধূর মৃত্যু হয়। শুক্রবার ওই গৃহবধূর মৃতদেহের ময়নাতদন্ত করা হবে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে। এরপরই মৃতদেহ ওই গৃহবধূর বাপের বাড়ির পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Nawab Mallick