এ দিন ফিতে কেটে এই কেন্দ্রের উদ্বোধন করেন জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার মণ্ডল। আর সেই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর ১ নং ব্লকের যুগ্ম বিডিও তনয় মুখোপাধ্যায়, জয়নগর ১ নং ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সেকেন্ড মেডিকেল অফিসার রুপঙ্কর বসু-সহ আরও অনেকে। মনে করা হচ্ছে, উন্নত পরিকাঠামো-সহ ঝাঁ চকচকে এই কেন্দ্র চালু হওয়ার ফলে এই এলাকার বহু মানুষ নিয়মিত ভাল চিকিৎসা পরিষেবা পাবেন।
advertisement
এ দিন এই বিষয়ে জয়নগর ১ নং ব্লকের যুগ্ম বিডিও তনয় মুখোপাধ্যায় বলেন, "আরও ভাল পরিষেবা পাওয়া যাবে এখন থেকে নিয়মিত।" পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার মণ্ডল বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পাশে আছেন। তাই ভাল চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকবে এখানে। স্বাস্থ্য কেন্দ্রের থেকেও আরও ভাল পরিষেবা পাওয়া যাবে।"
আরও পড়ুন: গরমে পুড়ে যাচ্ছেন? জিভে ঠেকান এই জিনিস! মুহূর্তে কনকনে ঠান্ডা! শরীরে আরাম!
আরও পড়ুন, গ্যাসের সিলিন্ডার কেন গোলাকৃতি হয়! রয়েছে এক আজব কারণ, অনেকেই জানেন না
জয়নগর ১ নং ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সেকেন্ড মেডিকেল অফিসার রুপঙ্কর বসু জানান, প্রসূতি মায়েদের চিকিৎসা-সহ একাধিক ব্যবস্থা থাকবে এখানে।উল্লেখ্য, বহুড়ু ক্ষেত্রগ্রাম পঞ্চায়েতের বহুড়ু পঞ্চায়েতের পাশে ও বহুড়ু কামদেবনগর সুস্বাস্থ্য কেন্দ্র দুটির সুবাদে এই এলাকার বহু মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন।
সুমন সাহা