সরকারি যদি কোনও আধিকারিক আমার বাড়িতে এসে যদি দেখে আমি কিভাবে বসবাস করছি মাটির বাড়ি আমার। বেশ কিছুদিন আগে ঝরে আমার বাড়ির একদিকের দেওয়াল ভেঙে পড়ে গেছে। এই ঠান্ডাতে বাচ্চাদেরকে নিয়ে অন্য জনের বারান্দাতে কোনওভাবে রাত কাটাচ্ছি। তাও আমার নতুন তালিকাতে নাম নেই। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৮-১৯ সালে সরকারি আবাস প্লাস প্রকল্পে ঘরের জন্য নামের তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকাই সম্প্রতি প্রকাশিত হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়িতে গুলি! ঘটনায় গ্রেফতার সাত
সরকারি নির্দেশে তালিকা অনুযায়ী তথ্য খতিয়ে দেখার কাজ শুরু করেছেন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা। সরকারি গাইডলাইন অনুযায়ী যাদের পাকা বাড়ি, দুই চাকা বা চার চাকা গাড়ি আছে, যারা সরকারি চাকরি করেন, যাদের মাছ ধরার বোট আছে, যাদের নিজস্ব ট্রাক্টর বা পাওয়ার টিলার আছে, যারা আয়কর দেন, যাদের অন্তত আড়াই একর জমি আছে, যাদের নিজের নামে বাড়িতে ল্যান্ড ফোন আছে তাঁরা তালিকা থেকে বাদ যাবেন। তালিকা অনুযায়ী এইসব তথ্যই খতিয়ে দেখছেন আশা, অঙ্গনওয়াড়ি কর্মীরা।
Suman Saha