TRENDING:

South 24 Parganas News: কাকার ইঁটের হামলায় আক্রান্ত এক কলেজ পড়ুয়া!

Last Updated:

পারিবারিক বিবাদের জেরে কাকার ইঁটের হামলায় আক্রান্ত কলেজ ছাত্র। মুখে ইট দিয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার বাঘেরখোল এলাকায়। আহত ছাত্রের নাম শুভম নস্কর। সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নরেন্দ্রপুর : পারিবারিক বিবাদের জেরে কাকার ইঁটের হামলায় আক্রান্ত কলেজ ছাত্র। মুখে ইট দিয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার বাঘেরখোল এলাকায়। আহত ছাত্রের নাম শুভম নস্কর। সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। অভিযোগ শুভমের মামা বাড়িতে এলে তাকে গালাগালি করতে শুরু করে কাকা শুভঙ্কর নস্কর। এই ঘটনার প্রতিবাদ করে শুভম। তারপরেই ইট দিয়ে শুভমের মুখ লক্ষ্য করে মারা হয়। ঘটনায় গুরুতর জখম হয় শুভম।
advertisement

নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি এ ব্যাপারে আক্রান্ত কলেজ ছাত্র শুভম নস্কর আমাদেরকে জানায়, আমার মামা আমাদের বাড়িতে এসেছিল এবং চলে যাওয়ার সময় আমার কাকা আমার মামাকে অকথ্য ভাষায় গালাগালি করছিল। মামা প্রতিবাদ করে তখন কাকার সাথে মামা প্রচন্ড ঝগড়া বেঁধে যায়।

advertisement

আরও পড়ুনঃ জন্তুর হামলা থেকে বাঁচতে সুন্দরবনে মৎস্যজীবীদের সতর্ক করছে বন দফতর

সেই সময় আমি আটকাতে গেলে তখন কাকা আমাকে ইট দিয়ে আমার মুখে মারে। সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির লোক আমাকে নিয়ে সুভাষগ্রাম হাসপাতলে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক আমাকে চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করে। তারপর আমি সেখান থেকে চিকিৎসা করার পর আমি নরেন্দ্রপুর থানাতে আমার কাকার নামে একটি লিখিত অভিযোগ দায়ের করি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Suman Saha

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কাকার ইঁটের হামলায় আক্রান্ত এক কলেজ পড়ুয়া!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল