এদিক ওদিক বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের বাড়িতে যোগাযোগ করে কোনও খবর না পেয়ে সোমবার জয়নগর থানার দ্বারস্থ হয় ঐ ছেলেটির বাবা। ছেলের নিখোঁজের ডায়েরি করে বাবা। আর তাঁর পরেই জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জীর নির্দেশ মেনে তদন্তে নেমে নিজস্ব সোর্সের গুরুত্ব দিয়ে এস আই সায়ন ভট্টাচার্য মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান জেলার আসানসোল থেকে ছেলেটিকে উদ্ধার করে জয়নগর থানাতে আনে জয়নগর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন-জামাইষষ্ঠীর বাজার আগুন! জামাইকে ইলিশ খাওয়াতে গিয়ে ছ্যাঁকা খেলেন শ্বশুরমশাইরা!
আরও পড়ুন-ছেলের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ মা! নম্বর বেশি, তবুও মায়ের মন ভাল নেই
আর মঙ্গলবার রাতেই তুলে দেওয়া হল ছেলেটিকে বাবা, মা ও আত্মীয়ের হাতে। আর নিজেদের পরিবারের ছেলেকে ফিরে পেয়ে ছেলেটির দাদু এদিন রাতে জয়নগর থানায় দাঁড়িয়ে জয়নগর থানার পুলিশদের ধন্যবাদ জানাতে ভুললেন না।
আর ছেলেকে ফিরে পেয়ে খুশি ছেলেটির বাবা মা। কিভাবে জয়নগর থেকে আসানসোল চলে গেল ওই ছেলেটি সে বিষয়ে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
সুমন সাহা