জামাইষষ্ঠীর বাজার আগুন! জামাইকে ইলিশ খাওয়াতে গিয়ে ছ্যাঁকা খেলেন শ্বশুরমশাইরা!

Last Updated:

Jamaisasthi 2023: আজ কোলাঘাটের ইলিশের দাম শুনলে আঁতকে উঠবেন। জামাইষষ্ঠীর বাজার গরম।

+
ইলিশ

ইলিশ মাছ নিয়ে বসে রয়েছেন এক মাছ বিক্রেতা

শান্তিপুর: জামাইষষ্ঠীর বাঙালিদের অন্যতম এক উৎসব। আজকের দিনে পাত পেরে খাওয়ানো হয় সকল জামাইদের তাদের শ্বশুরবাড়িতে। মাছ, মাংস, দই মিষ্টি, বিভিন্ন ধরনের মরশুমি ফল ইত্যাদি সহযোগে জামাইদের আপ্যায়ন করা হয় আজকের দিনে।
সেই কারণে আজকের দিনে সব থেকে উত্তেজনা থাকে মাছের বাজারে। মাছ খেতে প্রত্যেক বাঙালি কম-বেশি ভালোবেসে থাকেন। আর জামাইষষ্ঠীর দিনে গরম ভাতের সহযোগে ইলিশ মাছ অথবা চিংড়ি মাছের সম্পর্ক রয়েছে বহু যুগান্তর ধরে।
আরও পড়ুন- জামাইষষ্ঠীর দই-মিষ্টি কিনতে মানুষের ঢল বাগনানের এই দোকানে! কেন জানেন?
নদিয়ার শান্তিপুর বাজারে আজকের দিনে গিয়ে দেখা গেল বিভিন্ন রকমারি মাছের সম্ভার। যদিও সবচাইতে চাহিদা বেশি রয়েছে ইলিশের। ছোট বড় মাঝারি সমস্ত সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে।
advertisement
advertisement
বেশিরভাগ ইলিশ মাছি এসেছে কোলাঘাট থেকে বলে জানালেন মাছ বিক্রেতারা। সর্বোচ্চ ইলিশের দাম রয়েছে দুই হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে বলে জানা যায় মাছ বিক্রেতাদের কাছ থেকে।
আরও পড়ুন- নামে গুণধর, কাজেও গুণধর! ডায়মন্ড হারবারে ইনি যা করে চলেছেন ভাবতে পারবেন না
যদিও কম দামের অর্থাৎ হাজার টাকার মধ্যেও ইলিশ মাছ বেশ কিছু দোকানে দেখতে পাওয়া গেল এই দিন। অন্যান্য দিনে তুলনায় আজকের দিনে মধ্যবিত্ত বাঙালিদের পকেট হালকা হবে একটু বেশিই।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জামাইষষ্ঠীর বাজার আগুন! জামাইকে ইলিশ খাওয়াতে গিয়ে ছ্যাঁকা খেলেন শ্বশুরমশাইরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement