হোম /খবর /শিক্ষা /
ছেলের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ মা! নম্বর বেশি, তবুও মায়ের মন ভাল নেই

ছেলের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ মা! নম্বর বেশি, তবুও মায়ের মন ভাল নেই

X
মা [object Object]

HS 2023 Result: মা ও ছেলে একসঙ্গে উচ্চমাধ্যমিক পাশ। এমন ঘটনা বিরল। মা আবার ছেলের থেকে নম্বর বেশি পেল!

  • Share this:

শান্তিপুর: সকাল থেকে টেনশন, রুদ্ধ শ্বাস প্রতীক্ষা। ঠিক সময়ে ক্লিক সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে। তিনবারের চেষ্টায় এল প্রথম ফল ২৮৪। মিনিটের ব্যবধানে এলদ্বিতীয় ফল ৩২৪। কৃতকার্য দুজনেই।

৪০ নম্বরের ব্যবধানে ছেলেকে পিছনে ফেলেছেন মা। ভাল ফলেও মায়ের ভাল নেই মন। ফল উল্টো হলে খুশি হতাম, বলছেন মা। আর ছেলের প্রতিক্রিয়া, ‘হেরেও আমিই জিতেছি ।’

শান্তিপুরে মা ও ছেলের উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে উৎসাহ তুঙ্গে। শান্তিপুর থানার নৃসিংহপুর নতুন সর্দারপাড়ার বাসিন্দা বছর ৩৮ এর লতিকা মণ্ডল। ধুবুলিয়ার বাসিন্দা লতিকার সঙ্গে বছর ২০ আগে বিয়ে হয় শান্তিপুরের নৃসিংহপুরের অসীম মণ্ডলের।

আরও পড়ুন- জামাইয়ের মিষ্টি মুখের জন্য ১৫ রকম মিষ্টি দিয়ে সাজানো থালি মিলছে বর্ধমানে

বিয়ের আগে পারিবারিক আর্থিক অনটনের জন্য ষষ্ঠ শ্রেণির বেশি আর পড়া হয়ে ওঠেনি লতিকার। তবে পড়াশোনার ইচ্ছে ছিলই। বাড়িতে অভাব আছে। স্বামী পেশায় দিনমজুর। সংসার সামলে ছেলেমেয়েকে বড় করার মধ্যেই বারবার টানত তাঁকে পড়ার বইগুলো।

রাস্তা বাতলে গিয়েছিলেন এক প্রতিবেশী। তাঁর দেখানো পথেই ভর্তি হওয়া রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে। ২০২০ সালে সেখান থেকে ভাল ফল করে উত্তীর্ণ হলেন মাধ্যমিকে। তত দিনে মেয়ে স্কুলের গণ্ডি পার করে কলেজের পথে। আর ছেলে পরের বছরই পাশ করল মাধ্যমিক।

২০২১ সালে নৃসিংহপুর হাইস্কুলে একাদশ শ্রেণিতে কলা বিভাগে ভর্তি হলেন লতিকা। ছেলে সৌরভ পূর্ব বর্ধমানের কালনা মহারাজা হাইস্কুলের ছাত্র। এই বছরই কলা বিভাগ থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন দুজনে।

আরও পড়ুন- জামাইষষ্ঠীর দই-মিষ্টি কিনতে মানুষের ঢল বাগনানের এই দোকানে! কেন জানেন?

দু’জনে আলাদা স্কুলের হলেও এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মা ছেলে দু’জনেই। ভবিষ্যতে শিক্ষাবিজ্ঞান নিয়ে স্নাতক পড়তে চান মা লতিকা। কলেজে পড়ার সঙ্গে সঙ্গে সরকারি চাকরি প্রস্তুতি নেওয়ার ইচ্ছে রয়েছে ছেলে সৌরভের।

ফলাফল প্রকাশের পর মন ভাল নেই মা লতিকার, তাঁর আক্ষেপ, ” রেজাল্ট উল্টো হলে ভাল হত। ছেলেটা একটু ভাল ফল করলে ভবিষ্যতে কাজে দিত। আমার এই বয়সে রেজাল্ট দিয়ে আর কী হবে!”

হেরে গিয়েও জিতে যাওয়া বাজিগর ছেলে সৌরভের দাবি ,” সবাই বলছে তোর মা এত ভাল ফল করেছে। তাই আমি তো জিতেছি!”

Mainak Debnath

Published by:Suman Majumder
First published:

Tags: Higher Secondary 2023, HS Result 2023