TRENDING:

South 24 Parganas: ট্রলার ডুবির এক সপ্তাহ পরে মারা গেলেন বাংলাদেশী মৎস‍্যজীবী

Last Updated:

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশী মৎস‍্যজীবী। প্রাকৃতিক বিপর্যয়ে ট্রলারডুবির পর সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল তাকে। দীর্ঘক্ষণ সমুদ্রে ভেসে থাকায় শরীরে ডিহাইড্রেশান হয়েছিল বলে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডায়মন্ডহারবার : অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশী মৎস‍্যজীবী। প্রাকৃতিক বিপর্যয়ে ট্রলারডুবির পর সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল তাকে। দীর্ঘক্ষণ সমুদ্রে ভেসে থাকায় শরীরে ডিহাইড্রেশান হয়েছিল বলে খবর। সঙ্কটজনক অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এক সপ্তাহ ধরে চিকিৎসকদের অক্লান্ত চেষ্টার পরও শুক্রবার ওই বাংলাদেশী মৎস‍্যজীবীর মৃত‍্যু হয়েছে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃত বাংলাদেশী মৎস‍্যজীবীর নাম ইউনুস গাজী (৪৭)। মৃত মৎস‍্যজীবীর বাড়ি বাংলাদেশের পটুয়াখালী জেলার বিপিনপুরে। মহিপুর মৎসবন্দর থেকে অন‍্যান‍্য বাংলাদেশী মৎসজীবীদের সঙ্গে ইউনুস ও মাছ ধরতে বের হয়েছিলেন সপ্তাহখানেক আগে।
ট্রলার ডুবির একসপ্তাহ পর ডায়মন্ডহারবারে মারা গেলেন বাংলাদেশী মৎস‍্যজীবী
ট্রলার ডুবির একসপ্তাহ পর ডায়মন্ডহারবারে মারা গেলেন বাংলাদেশী মৎস‍্যজীবী
advertisement

তবে প্রাকৃতিক বিপর্যয়ে অগাস্টের ১৯ তারিখে সমুদ্রে ট্রলার ডুবির মত ঘটনা ঘটে। এরপর সমুদ্রে ভাসতে ভাসতে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ইউনুস ও তার সঙ্গীরা ভারতীয় জলসীমায় চলে আসে। দীর্ঘক্ষণ সমুদ্রে ভাসতে থাকায় ইউনুসের শরীরে ডিহাইড্রেশান শুরু হয়। ক্রমশ অবস্থা সঙ্গীন হয়ে পড়ে তার। অবস্থা এতটাই একসময় সংকটজনক হয়ে পড়ে, যে ইউনুসের সঙ্গীরা ইউনুসের বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। ঠিক সেসময় একটি ভারতীয় ট্রলার মৎস‍্যজীবীদের উদ্ধার করে কাকদ্বীপে নিয়ে আসে।

advertisement

আরও পড়ুনঃ শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা ২০২৩-এর প্রস্তুতি

এরপর মৎস‍্যজীবীদের শারীরিক পরীক্ষার জন‍্য মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় অন‍্যান‍্য মৎস‍্যজীবীদের সঙ্গে ভর্তি হয়েছিল ইউনুসও। ক্রমে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে ডায়মন্ডহারবার ম‍্যেডিক‍্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

advertisement

View More

আরও পড়ুনঃ ভাড়া বাড়ল ডায়মন্ডহারবার-কুঁকরাহাটী ফেরী সার্ভিসের

বুধবার থেকে তিনি ডায়মন্ডহারবার ম‍্যেডিক‍্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তিনি সেখানেই মারা যান। দীর্ঘক্ষণ সমুদ্রে ভেসে থাকার কারণে শরীরে লবণ জলের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল বলে অনুমান চিকিৎসকদের। মৃত মৎস‍্যজীবীর দেহ কীভাবে বাংলাদেশ ফেরানো যাবে তা খতিয়ে দেখছে প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ষবিদায়ের আগে দিঘায় উপচে পড়ছে পর্যটকদের ভিড়! সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে
আরও দেখুন

Nawab Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: ট্রলার ডুবির এক সপ্তাহ পরে মারা গেলেন বাংলাদেশী মৎস‍্যজীবী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল