TRENDING:

Dakshin Dinajpur News : সবুজায়নের লক্ষে জেলা জুড়ে রোপিত হচ্ছে আট লক্ষ চারাগাছ

Last Updated:

১৪ ই জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত রাজ্য ব্যাপী বনমহোৎসব পালন করা হয়। বনমহোৎসব সপ্তাহকে সামনে রেখে জেলা জুড়ে প্রায় ৮ লক্ষ চারাগাছ লাগানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে বনদফতরের পক্ষ থেকে জানা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও পালিত হল বনমহোৎসব। আর এই বনমহোৎসবকে সামনে রেখে বালুরঘাট রেঞ্জ অফিসের পক্ষ থেকে তপন ব্লকের পাহাড়পুর ফরেস্টে এই উৎসবের আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনদফতরের আধিকারিকগণ, কৃষি বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সহ বিএসএফের কর্তারা।
advertisement

উল্লেখ্য, ১৪ ই জুলাই থেকে ২০ শে জুলাই পর্যন্ত রাজ্য ব্যাপী বনমহোৎসব পালন করা হবে। বনমহোৎসব সপ্তাহকে সামনে রেখে জেলা জুড়ে প্রায় ৮ লক্ষ চারাগাছ লাগানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে বনদফতরের পক্ষ থেকে জানা যায়।

আরও পড়ুন ঃ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ খতিয়ে দেখতে অভিযানে নামল বালুরঘাট পুরসভার

advertisement

২০১১ সালে রাজ্যে বনভূমির পরিমাণ ছিল ১৭.৭ শতাংশ। বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে ২১.৬১ শতাংশ। নতুন নতুন এলাকায় বনসৃজন করা হচ্ছে। এছাড়া রাজ্যের সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জেলাজুড়ে ৫০ লাখ গাছের চারা লাগানো হয়েছে।শুধু অরণ্যসৃষ্টি করাই নয়, বনভূমিতে জীববৈচিত্র রক্ষাতেও বাংলা অনেক এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে।

View More

চারা গাছ লাগানো, গাছ কাটা বন্ধ করা এই সমস্ত বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে দেখা যায় বন দফতরের কর্মীদের। এছাড়া দফতরের পক্ষ থেকে একাধিক ট্যাবলোর মাধ্যমে সচেতনতা প্রচার করা হচ্ছে জেলা জুড়ে। এভাবেই রাজ্যে বৃক্ষরোপণ ও বনসৃজনের মাধ্যমে এগিয়ে চলেছে সবুজায়নের কাজ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News : সবুজায়নের লক্ষে জেলা জুড়ে রোপিত হচ্ছে আট লক্ষ চারাগাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল