Solid waste management: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ খতিয়ে দেখতে অভিযানে নামল বালুরঘাট পুরসভার
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বালুরঘাট পুরসভার পক্ষ থেকে বালুরঘাট পৌর এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হয়েছে। সেই কাজ সঠিকভাবে হচ্ছে কিনা খতিয়ে দেখতে অভিযানে নামলো বালুরঘাট পুরসভা।
দক্ষিণ দিনাজপুর : শহরের নোংরা আবর্জনা নিয়ে এক অভিনব উদ্যোগ নিয়েছে বালুরঘাট পুরসভা। বালুরঘাট পুরসভার পক্ষ থেকে নোংরা আবর্জনা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আলাদা করা হচ্ছে। বালুরঘাট পুরসভা সংলগ্ন ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি লালমাটা এলাকায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ড রয়েছে। সেই ডাম্পিং গ্রাউন্ডে চলছে বর্তমানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থ পৃথকভাবেই সংগ্রহের কাজ করছে বালুরঘাট পুরসভা।
সেই কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে অভিযানে নামল বালুরঘাট পুরসভা। পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং MCIC মহেশ পারখের নেতৃত্বে বালুরঘাট পুরসভার আধিকারিকরা বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ সঠিকভাবে চলছে কিনা তা খতিয়ে দেখেন।
আরও পড়ুন ঃ সীমান্তে ১২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার!
advertisement
advertisement
বালুরঘাট পুরসভার তরফে ডাম্পিং গ্রাউন্ডে বর্জ্য পৃথকীকরণের জন্য দুটি মেশিন ওই এলাকায় কাজ করছে। একটি বড় স্থায়ী মেশিন ও একটি পোর্টেবল ছোট মেশিন দিয়ে প্লাস্টিক ও মাটি আলাদা করার কাজ চলছে।এই প্রক্রিয়ার মাধ্যমে নোংরা আবর্জনা থেকে বিভিন্ন পদার্থ আলাদা করা সম্ভব হচ্ছে। ফলস্বরূপ, বাড়ি বাড়ি গিয়ে পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থ পৃথকভাবেই সংগ্রহের কাজ চলছে।
advertisement
উল্লেখ্য, গত এক দশকে বালুরঘাট পুরসভার আয়তন অনেকটাই বেড়েছে। ২১টি ওয়ার্ড থেকে ২৩টি এবং বর্তমানে ২৫টি ওয়ার্ড রয়েছে এই পুরসভার। ওয়ার্ড সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে শহরবাসীর সংখ্যাও বাড়ছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ব্যবহৃত বর্জ্যের পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে। তাই বর্জ্য আবর্জনা মোকাবিলা করার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে পুরসভা কর্তৃপক্ষ।
advertisement
সেই কাজ কেমন চলছে তা আজ খতিয়ে দেখলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান। পাশাপাশি, সাধারণ মানুষের সাথে কথা বলে তারা জানতে চান নির্মল বন্ধু, নির্মল সাথীরা তাদের বাড়িতে আসছেন কিনা, সঠিকভাবে তাদের কাছ থেকে বর্জ্য সংগ্রহ করছেন কিনা। বালুরঘাট পুরসভাকে বর্জ্য মুক্ত রাখতে বালুরঘাট পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ থেকে বালুরঘাটবাসী।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 6:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Solid waste management: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ খতিয়ে দেখতে অভিযানে নামল বালুরঘাট পুরসভার