Dakshin Dinajpur News: ক্ষুদে সঙ্গীত শিল্পীদের মঞ্চ ভীতি কাটাতে বিরাট আয়োজন বালুরঘাটে

Last Updated:

বর্তমান সঙ্গীতের ধারার সঙ্গে কিশোর কিশোরীদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এক কর্মশালার আয়জন করে অনুরণন। এই কর্মশালার মাধ্যমে ছোটদের মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের ভীতি কাটবে।

+
title=

দক্ষিণ দিনাজপুর :বালুরঘাট বরাবরই সংস্কৃতির শহর। বালুরঘাটে আয়জন করা হয়েছে এক সঙ্গীত কর্মশালার। বর্তমান সঙ্গীতের ধারায় যেভাবে গান গাওয়া হয় সেই ধারার সঙ্গে ছোট ছোট কিশোর কিশোরীদের পরিচয় করা এবং সেই অনুযায়ী শিক্ষাদান করাই এই কর্মশালার মূল লক্ষ্য।বর্তমানে কিভাবে সঙ্গীতকে সর্বাঙ্গীন ভাবে সুন্দর করতে হয় তা এই সঙ্গীতের কর্মশালায় শিক্ষাদান দেওয়া হচ্ছে। এতে  কিশোর কিশোরীদের স্টেজে ভীতি কাটতে সাহায্য করবে।
“চলার পথে ছোট্ট বিরতি নিয়ে নতুন উদ্যোমে চলার নাম জীবন। নতুন সম্ভাবনার সাথে প্রতিষ্ঠিতের মেলবন্ধন এই এবারের অনুরণন” এই উক্তিকে সামনে রেখেই কর্মশালার আয়োজন করা হয় এদিন। বিশেষজ্ঞদের দাবি, করোনা কালে দীর্ঘ সময় গৃহবন্দি থেকে ছোটদের মানসিক ও বোধের বিকাশ বাধাপ্রাপ্ত হয়েছে। কমেছে মনঃসংযোগ, বেড়েছে মোবাইল ও টিভির প্রতি আসক্তি, এর পরিণাম নিয়ে চিন্তায় সকল অভিভাবকগণ।
advertisement
advertisement
ছোটদের মধ্যে এই প্রবণতা দূর করতে এই নয়া উদ্যোগ গ্রহণ অনুরণনের। এদিন এই কর্মশালার মাধ্যমে শিশুদের মিউজিকের সঙ্গে পরিচিতি ঘটিয়ে সঙ্গীতের নতুন ধারায় শিক্ষাদান করানো হচ্ছে। এতে, ছোটদের মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের ভীতি কাটবে। কিশোর কিশোরীরা দুদিনের এই কর্মশালায় বিভিন্ন বাদ্যযন্ত্র এর মাধ্যমে তালিম নিচ্ছে। চর্চা করছে সঙ্গীতের। শিখতে পেরেছে নতুন ঘরানায় সঙ্গীত পরিবেশন।
advertisement
এই কর্মশালায় ৩ থেকে ১৫ বছরের শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ চলছে সকাল ১০টা থেকে রাত পর্যন্ত। অভিভাবকদের পক্ষ থেকে জানা যায়, বালুরঘাটে এই ধরনের উদ্যোগ তেমন ভাবে নেওয়া হয় না বললেই চলে। এ ধরনের উদ্যোগ নিলে বাচ্চাদের যে স্টেজে উঠে ভীতির সম্মুখীন হতে হয় তা কাটিয়ে উঠতে পারবে। আগে থেকে স্টেজে উঠিয়ে গান শেখানো কিংবা কিভাবে পারফরম্যান্স করতে হয় এ সমস্ত বিষয়ে খুঁটিনাটি জানলে, পরে বড় কোন জায়গায় গিয়ে এই ধরনের সমস্যায় পড়তে হবে না।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: ক্ষুদে সঙ্গীত শিল্পীদের মঞ্চ ভীতি কাটাতে বিরাট আয়োজন বালুরঘাটে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement