Snake Venom: সীমান্তে ১২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
১২ কোটি টাকা মূল্যের সাপের বিষ ভর্তি জার পাচারের সময় উদ্ধার করল বিএসএফ
দক্ষিণ দিনাজপুর: হিলি সীমান্তে ফের উদ্ধার সাপের বিষ ভর্তি জার। উদ্ধার করল বিএসএফ জওয়ানরা। শনিবার ভোরে হিলি থানার উত্তর আগ্রা গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তে তল্লাশি চালিয়ে ১২ কোটি টাকা মূল্যের সাপের বিষ ভর্তি জার উদ্ধার করে বিএসএফ।
এই বিপুল মূল্যের সাপের বিষ উদ্ধারের পর বিএসএফের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বাহিনীর ৬১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা হিলি সীমান্তে হানা দেয়। আর তাতেই উদ্ধার হয়েছে এই ১২ কোটি টাকা মূল্যের জার ভর্তি সাপের বিষ। বিষ ভর্তি জারটি বাংলাদেশের সংবাদপত্র দিয়ে মোড়ানো ছিল। জারটি ফ্রান্সে তৈরি এবং সেটির উচ্চতা ২৮ সেন্টিমিটার ছিল বলে বিএসএফ জানিয়েছে। জারের ওজন ২ কেজি ৪৬০ গ্রাম। এই বহুমূল্যের সাপের বিষ বাংলাদেশ থেকে ভারতের পাচার হচ্ছিল। তবে সাপের বিষ উদ্ধার হলেও কোনও পাচারকারীকে ধরা সম্ভব হয়নি।
advertisement
advertisement
এদিকে প্রাথমিক আইনি প্রক্রিয়ার পর সাপের বিষ ভর্তি জারটি বন দ ফতরের হাতে তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে।
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 3:47 PM IST