TRENDING:

South 24 Parganas News: কেন্দ্র টাকা না দিলেও, সুন্দরবনে ১০০ দিনের কাজে একত্রে বাঁচছে প্রকৃতি ও মানুষ

Last Updated:

কেন্দ্র সরকারেরর টাকা না আসায় রাজ্যের অন্যত্র বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ। কিন্তু সুন্দরবনে ১০০ দিনের কাজ চলছে রমরমিয়ে। যার মাধ্যমে একত্রে বাঁচছে মানুষ ও প্রকৃতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দরবন: বিভিন্ন সময় নানা প্রাকৃতিক বিপর্যয় থেকে বুক চিতিয়ে উপকূল তীরবর্তী এলাকার মানুষদের রক্ষা করে এসেছে সুন্দরবনের বাদাবন। সেই বাদবন নিজেই এখন ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন সময়ে ভূমিক্ষয় ও মানুষ নিজের স্বার্থে বিনা বিচারে  ধ্বংস করে যাচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। সেখানে গজিয়ে তুলছে মাছের ভেড়ি। তবে এই ম্যানগ্রোভ অরণ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল বনদফতর।
advertisement

সেই পদক্ষেপের অংশ হিসাবে গত ২০২২- ২০২৩ বর্ষে বনদফতরের পক্ষ থেকে সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকায় মোট ৫ কোটি ম্যানগ্রোভ চারা রোপন করার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। লক্ষ্যমাত্রা না পূরণ হওয়ার অন্যতম কারণ হলো ১০০ দিনের কাজের টাকা বন্ধ।

আরও পড়ুন ঃ দু’মাসের মধ্যে বারুইপুর স্টেশন সংলগ্ন কলপুকুরকে আগের চেহারায় ফেরানোর নির্দেশ হাইকোর্টের

advertisement

মূলত সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকার প্রান্তিক মানুষেরা এই ১০০দিনের কাজের মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। কিন্তু ১০০ দিনের কাজের টাকা বন্ধ হয়ে যাওয়ায়, বন্ধ হয়ে পড়ে সেই কাজ। এর ফলে বন দফতর এর বিভিন্ন প্রকল্পের কাজ থমকে যায়। ১০০ দিনের কাজের টাকা না পেয়ে কার্যত দিশাহারা হয়ে পড়েছে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষেরা।

advertisement

View More

এবার সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষদের স্বনির্ভর করতে এগিয়ে এলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বনদফতর ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে আবারও পুনরায় সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ম্যানগ্রোভ গাছের চারা লাগানোর কাজ। এর ফলে স্বনির্ভর হয়ে উঠছে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষেরা।

আরও পড়ুন ঃ স্বাধীনতার পর প্রথম বামপন্থীদের হাতছাড়া রাধাকান্তপুর পঞ্চায়েত

advertisement

গো ধার্মিক নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। গ্রামের মহিলারা পুনরায় সেই ১০০ দিনের কাজ করার সুযোগ ফিরে পেল। এই বিষয় গো ধার্মিক স্বেচ্ছাসেবী সংগঠনের ডিরেক্টর দীপঙ্কর মন্ডল তিনি জানান, “আমরা জানি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অপরিসীম। বিভিন্ন কারণে ১০০ দিনের কাজ বন্ধ হওয়াতে বনদফতরের বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে যায়।”

advertisement

তারপর তিনি বলেন, “গ্রামের মানুষেরা কর্মহীন হয়ে পড়ে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গ্রামের মানুষদের এই ম্যানগ্রোভ চারা রোপনের মাধ্যমে গ্রামের মানুষদের আবার পুনরায় স্বনির্ভর করার চেষ্টা চালানো হচ্ছে। আগামী দিনে সুন্দরবনের বিভিন্ন প্রান্তিক এলাকার মানুষদের এই ম্যানগ্রোভ চারা রোপনের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হবে।”

আরও পড়ুন ঃ গোসাবায় বিদায়ী প্রধানের হুমকি পঞ্চায়েত সমিতির প্রার্থীকে, থানায় অভিযোগ দায়ের

এই বিষয় এক গ্রামবাসী অর্চনা রাই বলেন, “১০০ দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার পর সংসার চালানো খুব কষ্ট সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।” সুন্দরবনের প্রান্তিক এলাকা বহু মানুষ এই ১০০ দিনের কাজের মাধ্যমে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। এছাড়াও বনদফতরের বিভিন্ন প্রকল্পের ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত থাকা গ্রামবাসীদের ব্যবহার করা হতো। ১০০ দিনের কাজের টাকা বন্ধ থাকার কারণে কাজ হারিয়েছে অনেকে।

আবারো নতুন করে এই স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াতে আর্থিক অনটন কাটিয়ে আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষেরা। এই বিষয়ে বনদফতরের আধিকারিক মিলন কান্তি মন্ডল (ডি এফ ও) তিনি জানান, “গত বছর সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকাগুলিতে প্রায় পাঁচ কোটি ম্যানগ্রোভ চারা লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছিল বনদফতর। সেই মতনই ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত থাকা গ্রামবাসীদের ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ম্যানগ্রোভ চারা লাগানোর কাজ শুরু করা হয়েছিল।”

আরও পড়ুন ঃ বেহালার ঘটনা থেকে শিক্ষা! জেলা জুড়ে সরকারি স্কুলের সামনে যানজট নিয়ন্ত্রণ

তারপর তিনি বলেন,  “কিন্তু ১০০ দিনের কাজ হঠাৎ করে বন্ধ হয়ে যায় এর ফলে বনদফতরের একাধিক প্রকল্পের কাজ মুখ থুবড়ে পড়ে। বনদফতর ও গো ধার্মিক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে আবারো ম্যানগ্রোভ চারা লাগানোর কাজ শুরু হয়েছে সুন্দরবন এলাকা জুড়ে। এবছর প্রায় এক কোটি ম্যানগ্রোভ চারা লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বনদফতর। সুন্দরবনকে রক্ষা করতে যেভাবে এই স্বেচ্ছাসেবী সংগঠন ভূমিকা পালন করেছে তা সত্যিই প্রশংসনীয়।”

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কেন্দ্র টাকা না দিলেও, সুন্দরবনে ১০০ দিনের কাজে একত্রে বাঁচছে প্রকৃতি ও মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল