South 24 Parganas News: বেহালার ঘটনা থেকে শিক্ষা! জেলা জুড়ে সরকারি স্কুলের সামনে যানজট নিয়ন্ত্রণ

Last Updated:

বেহালার ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার কলকাতার মতো দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন সরকারি স্কুলের সামনে যানজট নিয়ন্ত্রণ করার জন্য মোতায়েন করলো পুলিশ 

+
title=

দক্ষিণ ২৪ পরগনা :  এবার দক্ষিণ ২৪ পরগনার রাস্তার ধারে থাকা স্কুলগুলির সামনে যান নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হল।  বেহালার ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই নয়া ব্যবস্থা নেওয়া হয়।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, বারুইপুর, রাজপুর, সোনারপুরে পুলিশ জেলার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শুরু হল ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। সোনারপুর রোডের পাশ্চাত্য পাড়া মোড়ে রাজপুর পদ্মমনি গার্লস হাই স্কুল ও রাজপুর পদ্মমণি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখা মিলল সোনারপুর থানার পুলিশের।
advertisement
advertisement
এতদিন মেইনরোডে থাকা স্কুলগুলির সামনে নরেন্দ্রপুর ও সোনারপুর থানার পুলিশের ট্রাফিকের কোনও দেখা মিলতো না। আর এবার বেহালার ঘটনার পর অভিভাবকরা আতঙ্কের মধ্যে ছিলেন। অভিভাবকদের দাবি ছিল স্কুলের সামনে স্কুল শুরু ও ছুটির সময় যাতে পুলিশি নিরাপত্তা দেওয়া হয় ট্রাফিক কন্ট্রোলের জন্য।
আর বেহালার ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। থেকেই নরেন্দ্রপুর ও সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে রাস্তার পাশে থাকা স্কুলগুলির সামনে মোতায়েন করা হয় ট্রাফিক পুলিশ ও গার্ড রেল।
advertisement
পুলিশের এই উদ্যোগে খুশি অভিভাবক থেকে শুরু করে স্কুলের ছাত্রী ও শিক্ষিকারা। যদিও তাদের প্রত্যেকের দাবি শুধুমাত্র দু চার দিনের জন্য নয় ধারাবাহিক ভাবে বছরভর স্কুলের সামনে পুলিশ এভাবেই ট্রাফিক নিয়ন্ত্রণ করা হোক। কারণ এর আগেও বহুবার স্কুলের সামনে দুর্ঘটনার কবলে পড়েছেন স্কুলের ছাত্র ছাত্রীরা। তাই যদি প্রতিদিন স্কুল শুরু ও শেষের সময় পুলিশের ট্রাফিক কন্ট্রোল থাকে তাহলে অনেকটাই দুর্ঘটনা এড়ানো যাবে বলে মনে করছেন স্কুলের শিক্ষক ও অভিভাবকরা।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বেহালার ঘটনা থেকে শিক্ষা! জেলা জুড়ে সরকারি স্কুলের সামনে যানজট নিয়ন্ত্রণ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement