আরও পড়ুন: জলাশয় থেকে উদ্ধার নিখোঁজ বধূর দেহ
জানা গিয়েছে, শিলিগুড়ির গৌড়ীয় মঠের কাছে রীতিমত ঘাঁটি গেড়ে বসেছিল বন দফতরের কর্মীরা। গাড়ির চলক সেই রাস্তা দিয়ে আসার সময় বুঝতে পারে কেউ পেছনে আছে। তৎক্ষণাৎ শক্তিগড়ের ৬ নম্বর রাস্তায় গাড়ি ঢুকিয়ে দেয় সে। বন দফতরের কর্মীরাও ফিল্মি কায়দায় ওই গাড়িকে ধাওয়া করে আটক করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বনকর্মীরা জানতে পারেন, শিলিগুড়ির চম্পাসারি থেকে বিহারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি। এরপরই ওই গাড়ি চালককে আটক করা হয়।
advertisement
এদিকে আরও কাঠ কোথাও মজুত আছে কিনা সে ব্যাপারে এখনও পর্যন্ত জানা যায়নি। বুধবার রেঞ্জ অফিসার শ্যামাপ্রসাদ চাকলাদার বলেন, আমাদের কাছে খবর ছিল। সেই অনুযায়ী অভিযান চালানো হয়। ঘটনার তদন্ত চলছে। তবে এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
অনির্বাণ রায়