TRENDING:

Viral Husband Wife story : দ্বিতীয় বর চুপিচুপি বিয়ে করছে, সোশ্যাল মিডিয়া খুলতে চমকে উঠলেন স্ত্রী! পরে যা হল

Last Updated:

শুক্লা রায় জানান, ২০১৩ সালে প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয় তাঁর। প্রথম পক্ষের দুই সন্তানও রয়েছেন। পরবর্তীতে রিন্টুর সঙ্গে পরিচয় হয়। শুক্লার দাবি, সবকিছু জেনেই ২০১৭ সালে তাঁকে বিয়ে করেন রিন্টু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন স্বামী। খবর পেয়েই শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী। শিলিগুড়ির সমরনগর ডিজে মোড় এলাকার ঘটনা। জানা গিয়েছে, ডিজে মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা ভরত দাস ওরফে রিন্টুর সঙ্গে দীর্ঘ ছয় বছর ধরে শারীরিক সম্পর্ক রয়েছে এক গৃহবধূর শুক্লা রায়। ধর্নারত শুক্লার দাবি, প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর দীর্ঘ ছয় বছর ধরে একসঙ্গে ভাড়া বাড়িতে সংসার করেন রিন্টুর সঙ্গে। গত জানুয়ারি মাস থেকে দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি হয়।
স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়েই শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী
স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়েই শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী
advertisement

প্রসঙ্গত ২০১৭ সালে সমরনগর ডিজে মোড়ের বাসিন্দা রিন্টু দাস ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুক্লা রায়কে বিয়ে করেন। বিয়ের পর থেকে শুক্লাকে ৩৮ নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়িতে রেখেছিলেন রিন্টু। সবকিছু ঠিকঠাকই ছিল। সপ্তাহে ৩-৪ দিন স্ত্রীর সঙ্গে থাকতেন রিন্টু। বাকি দিনগুলি পরিবারের সঙ্গে থাকতেন।

আরও পড়ুন: যুবতী হত্যাকাণ্ডের সাজা ঘোষণা ২৫ বছর পর! বহু আন্দোলনের পর হাতুড়ে ডাক্তার ও প্রেমিকের কারাদণ্ড

advertisement

আরও পড়ুন: ঝড়-বৃষ্টির পর কনকনে শীতের কামড় পাহাড়ে, দার্জিলিংয়ের এই রূপ আপনি কখনও দেখেছেন কি

View More

অভিযোগ, রিন্টু তাঁর বিয়ের কথা পরিবারকে জানাননি। এদিকে গত জানুয়ারি মাসে অন্য এক যুবতীর সঙ্গে রিন্টুর বিয়ে ঠিক করে পরিবারের সদস্যরা। এরপর রিন্টুর বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় শুক্লা জানতে পারেন তাঁর স্বামী আবার বিয়ে করতে যাচ্ছেন। এরপর থেকে তিনি একাধিকবার রিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু স্বামী যোগাযোগ বন্ধ করে দেন। ঘটনার পর প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী শুক্লা।

advertisement

শুক্লা রায় জানান, ২০১৩ সালে প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয় তাঁর। প্রথম পক্ষের দুই সন্তানও রয়েছেন। পরবর্তীতে রিন্টুর সঙ্গে পরিচয় হয়। শুক্লার দাবি, সবকিছু জেনেই ২০১৭ সালে তাঁকে বিয়ে করেন রিন্টু। এখন শুক্লা জানতে পারেন, রিন্টু ফের বিয়ে করতে যাচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত স্বামী ও শ্বশুরবাড়িতে জায়গা হয় ততক্ষণ পর্যন্ত ধর্না চলবে বলে জানান শুক্লা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Viral Husband Wife story : দ্বিতীয় বর চুপিচুপি বিয়ে করছে, সোশ্যাল মিডিয়া খুলতে চমকে উঠলেন স্ত্রী! পরে যা হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল