Darjeeling Weather: ঝড়-বৃষ্টির পর কনকনে শীতের কামড় পাহাড়ে, দার্জিলিংয়ের এই রূপ আপনি কখনও দেখেছেন কি

Last Updated:
Darjeeling Weather: তাপমাত্রা ৮ ডিগ্রির আশপাশে। প্রবল ঠান্ডার কামড়েও মেজাজ ফুরফুরে পর্যটকদের। অন্যদিকে রাতভর বৃষ্টির পর কালিম্পংয়ের আকাশও আজ পরিষ্কার নয়।
1/7
মঙ্গলবার সকাল থেকেও পাহাড় মেঘ আর কুয়াশার লুকোচুরি। দার্জিলিং ও কালিম্পঙের অপরূপ চেহারা ফুটে উঠল পর্যটকদের সামনে।
মঙ্গলবার সকাল থেকেও পাহাড় মেঘ আর কুয়াশার লুকোচুরি। দার্জিলিং ও কালিম্পঙের অপরূপ চেহারা ফুটে উঠল পর্যটকদের সামনে।
advertisement
2/7
সান্দাক ফু-তে বরফ পড়ার খবরে ফের পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়ছে। চৈত্র- মাসেও পর্যটকদের আনাগোনায় ব্যস্ত শৈলশহর।
সান্দাক ফু-তে বরফ পড়ার খবরে ফের পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়ছে। চৈত্র- মাসেও পর্যটকদের আনাগোনায় ব্যস্ত শৈলশহর।
advertisement
3/7
আর তার প্রমাণ দার্জিলিং ম্যালের জমজমাট আড্ডার ছবি। সকালের দিকে হালকা রোদের দেখা মিললেও ফের শৈলশহর মুড়েছে মেঘ আর কুয়াশায়।
আর তার প্রমাণ দার্জিলিং ম্যালের জমজমাট আড্ডার ছবি। সকালের দিকে হালকা রোদের দেখা মিললেও ফের শৈলশহর মুড়েছে মেঘ আর কুয়াশায়।
advertisement
4/7
তাপমাত্রা ৮ ডিগ্রির আশপাশে। প্রবল ঠান্ডার কামড়েও মেজাজ ফুরফুরে পর্যটকদের। অন্যদিকে রাতভর বৃষ্টির পর কালিম্পংয়ের আকাশও আজ পরিষ্কার নয়।
তাপমাত্রা ৮ ডিগ্রির আশপাশে। প্রবল ঠান্ডার কামড়েও মেজাজ ফুরফুরে পর্যটকদের। অন্যদিকে রাতভর বৃষ্টির পর কালিম্পংয়ের আকাশও আজ পরিষ্কার নয়।
advertisement
5/7
সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা। তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়ে।
সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা। তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়ে।
advertisement
6/7
সোমবার সকাল থেকেই শৈলশহরে আকাশ মেঘলা। আবার কোথাও কুয়াশা। দার্জিলিং ম্যাল নিরুত্তাপ। তাপমাত্রা অনেকটাই নেমেছে সান্দাক ফু-র তুষারপাতের জেরে।
সোমবার সকাল থেকেই শৈলশহরে আকাশ মেঘলা। আবার কোথাও কুয়াশা। দার্জিলিং ম্যাল নিরুত্তাপ। তাপমাত্রা অনেকটাই নেমেছে সান্দাক ফু-র তুষারপাতের জেরে।
advertisement
7/7
রবিবার সন্ধ্যায় বরফ পড়েছে সান্দাক ফু-তে। কনকনে ঠান্ডায় কাঁপছে সান্দাক ফু। বেড়াতে যাওয়া পর্যটকেরা হাড় হিম করা শীতেও বেরিয়ে পড়েছেন বরফে ঢাকা প্রকৃতি উপভোগ করতে। সেই ঠান্ডার প্রভাব অন্যান্য শৈলশহরেও।
রবিবার সন্ধ্যায় বরফ পড়েছে সান্দাক ফু-তে। কনকনে ঠান্ডায় কাঁপছে সান্দাক ফু। বেড়াতে যাওয়া পর্যটকেরা হাড় হিম করা শীতেও বেরিয়ে পড়েছেন বরফে ঢাকা প্রকৃতি উপভোগ করতে। সেই ঠান্ডার প্রভাব অন্যান্য শৈলশহরেও।
advertisement
advertisement
advertisement