কীভাবে বানাবেন, রাখবেনই বা কীভাবে? এই টেরেরিয়াম তৈরি নিয়ে শহরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ও ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে উদ্যোগ গ্রহণ করল ২০ নং ওয়ার্ড কমিটি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগের সহযোগিতায় এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়।
প্রসঙ্গত, টেরেরিয়াম হল একটি বদ্ধ স্থলভাগে এক স্বয়ংসম্পূর্ণ বাস্তুতন্ত্র ৷ অল্প জায়গার মধ্যেই যেহেতু এটি বানিয়ে ফেলা যায়, তাই আজকালকার ছোট্ট পরিসরে এটার চল খুব বেশি৷ ঘর সাজানোর ক্ষেত্রে অনেক সময় একে ‘বটল গার্ডেন’ বলেও উল্লেখ করা হয়৷
advertisement
টেরেরিয়াম বানাবার জন্য আপনি যে কোনও আকারের কাচের ফিসবোল, জার বা কাচের অ্যাকোয়ারিয়াম ব্যবহার করতে পারেন৷ এমনকী আপনি ইচ্ছে করলে কাচের ইলেকট্রিক বাল্বের মধ্যেও টেরেরিয়াম বানাতে পারেন৷ প্রথমে কাচের পাত্রের নীচে হাফ ইঞ্চি মাপের পাথর দিয়ে দেড় ইঞ্চির একটা স্তর বানান৷
এই স্তরের ওপর অ্যাক্টিভেটেট চারকোলের আর একটা স্তর করুন৷এরপর এর ওপর কী ধরনের গাছ রাখবেন তার ওপর নির্ভর করে দুই থেকে তিন ইঞ্চি পুরু মাটির স্তর বানান৷টেরেরিয়ামে গাছের সঙ্গে বিভিন্ন আকারের রঙিন নুড়ি পাথর দিয়ে সাজাতে পারেন৷ লম্বা বা আড়াআড়িভাবে কোনও বগউড রেখে তার সঙ্গে এয়ার প্ল্যান্ট ঝুলিয়ে রাখলেও দেখতে সুন্দর লাগবে৷
আরও পড়ুন: দুঃসাহসিক কাণ্ড চোরের দলের! শেষে কিনা পুলিশের বাড়িতেই চুরি
বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগের অধ্যাপক অমরেন্দ্র পান্ডে জানিয়েছেন, “এখন মানুষ ঘর সাজাতে অনেক নতুন নতুন জিনিস ব্যবহার করছেন৷ তার মধ্যে অন্যতম হল টেরেরিয়াম, ভিভেরিয়াম। অনেকে আবার এই ব্যবস্থাকে “বটল গার্ডেন” বলেন ।আজ আমরা এই স্কুলে কিছু স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং ছাত্র ছাত্রীদের এই বিষয়ে প্রশিক্ষণ দিলাম। টেরেরিয়াম বানিয়ে সেগুলি বিক্রি করে তারা স্বনির্ভর হতে পারবেন৷ সেটাই আমাদের মূল লক্ষ্য।’’
অন্য দিকে, ওয়ার্ড কাউন্সিলর অভায়া বোস জানান, ” মহিলারা কিভাবে নতুন নতুন জিনিস তৈরি শিখে কিভাবে নিজেদের চলার পথ প্রশস্ত করবে সেই কারণেই আজকের এই কর্মশালা। পাশাপাশি এই প্রশিক্ষণ শিবির থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দিনের পুরনিগমের সহযোগিতায় তৈরি হওয়া ট্রেরেরিয়াম কে যাতে বিক্রি করা যায় তার ব্যবস্থা করা হবে। “
অনির্বাণ রায়





