প্রতিদিন দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ক্যান্টিন খোলা থাকবে । পাঁচ টাকায় ভরপেট খাবারের মধ্যে ভাত, ডাল সবজির পাশাপাশি ডিমও থাকছে । এদিন ক্যান্টিন উদ্বোধনের পরে মেয়র, ডেপুটি মেয়র সহ অন্যরা সেখানেই দুপুরের আহার সারেন । মেয়র জানিয়েছেন, রাজ্য সরকারের একটি সফল উদ্যোগ মা ক্যান্টিন । রাজ্যের বিভিন্ন জেলায় এই ক্যান্টিন সফলভাবে চলছে এবং প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন।
advertisement
আরও পড়ুন: আবাস যোজনায় টাকা পেয়েও বাড়ি পাওয়া হয়নি, তমলুকে এফআইআর-কাণ্ড
এই হাসপাতালেও রোগীর পরিজন থেকে সাধারণ মানুষ পাঁচ টাকার বিনিময়ে খাবার পাবেন । এই হাসপাতালও রোগীর পরিজন থেকে সাধারণ মানুষ পাঁচ টাকার বিনিময়ে খাবার পাবেন । ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন, পুরনিগমেও নতুন করে ক্যান্টিন খোলা হচ্ছে । ক্যান্টিনের নির্মাণকাজ প্রায় শেষের পথে ।
আরও পড়ুন: শুভেন্দুকে নিজের ঘরে ডাক মুখ্যমন্ত্রীর! গেলেন, তবে চমকও দিলেন বিরোধী দলনেতা!
আগামী মাসের প্রথমদিকে এই ক্যান্টিন চালু হয়ে যাবে । প্রসঙ্গত শিলিগুড়ি শহরে আরো তিনটি জায়গায় এই মা ক্যান্টিন চালু করেছিল শিলিগুড়ি পুরো নিগম কর্তৃপক্ষ এর মধ্যে শিলিগুড়ি জংশনের মা ক্যান্টিন আপাতত কিছু সমস্যার কারণে বন্ধ রয়েছে তবে খুব শীঘ্রই এটি খুলে যাবে বলে জানান মেয়র গৌতম দেব।
---অনির্বাণ রায়