East Medinipur News: আবাস যোজনায় টাকা পেয়েও বাড়ি পাওয়া হয়নি, তমলুকে এফআইআর-কাণ্ড

Last Updated:

East Medinipur News: প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা পেয়েও বাড়ি না করায় তমলুক ব্লকে ৩২ জনির বিরুদ্ধে এফআই আর করল তমলুক ব্লকের বিডিও সৌমেন মণ্ডল।

+
মারাত্মক

মারাত্মক অভিযোগ

তমলুক: প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা পেয়েও বাড়ি তৈরি না করার অভিযোগে ৩২ জন উপভোক্তার বিরুদ্ধে তমলুক থানায় এফ আই আর করল তমলুকের বিডিও। গৃহহীনদের বা কাঁচা বাড়ি আছে এমন পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে পাকা বাড়ি তৈরি করার জন্য দেওয়া হয় সরকারি সাহায্য। দুটি কিস্তিতে দেওয়া হয় বাড়ির তৈরীর জন্য টাকা। কিন্তু প্রথম কিস্তির টাকা নেওয়ার পর বাড়ির তৈরি করেনি এমন ব্যাক্তিদের বিরুদ্ধে এবার মামলা করতে বাধ্য হল বিডিও।
প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা পেয়েও বাড়ি না করায় তমলুক ব্লকে ৩২ জনির বিরুদ্ধে এফআই আর করল তমলুক ব্লকের বিডিও সৌমেন মণ্ডল। তমলুক থানায় এফআইআর করা হয়েছে। জানা যায় ২০১৯-২০, ২০২০-'২১ এবং ২০২১-'২২ আর্থিক বছরে এই উপভোক্তাদের প্রত্যেকের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল বাড়ি তৈরির জন্য। কিন্তু বাড়ি তৈরি করেননি ওই ৩২ জন।
advertisement
advertisement
বারবার নোটিশ দেওয়ার পরও তারা বাড়ির কাজ শুরু করেনি। এরপর চূড়ান্ত পদক্ষেপ হিসাবে ৩২ জন উপভোক্তার বিরুদ্ধে তমলুক থানায় এফ আইআর করা হয়। শিমুলিয়া গ্রামের পাঁচজন, কন্ঠিবাড় গ্রামের তিনজন, নীলকুন্ঠা গ্রামের তিনজন, অনন্তপুর গ্রামের ছ'জন, নকিবসান গ্রামের দুজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
advertisement
তমলুক ব্লকের ভিডিও সৌমেন মণ্ড ল বলেন, 'প্রথম কিস্তির টাকা পাওয়ার পরও বাড়ীর কাজ শুরু না করায় ৩২ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আমাদের ব্লকের টিম এবং আমি নিজেও একাধিকবার এই উপভোক্তাদের বাড়ি গিয়ে কাজ শুরু করার আবেদন করেছিলাম কিন্তু সাড়া পায়নি তাই এফআইআর করা হয়েছে।' এফ আই আর করার পর বেশ কিছু উপভোক্তা টাকা ফিরিয়ে দিতে উদ্যোগী হয়েছেন। দুলাল পাল নামে এক উপভোক্তা জানিয়েছেন,'জমির কিছু সমস্যা থাকার কারণে আমরা বাড়ি তৈরির কাজ শুরু করতে পারিনি। যেই জমি দেখিয়ে আবেদন করেছিলাম সেই জমিতে বাড়ি তৈরীর কাজ পারিবারিক গন্ডগোলের জন্য করতে পারিনি। তাই আমরা টাকা ফেরত দিয়ে দেব।'
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: আবাস যোজনায় টাকা পেয়েও বাড়ি পাওয়া হয়নি, তমলুকে এফআইআর-কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement