TRENDING:

Siliguri News: মহিলাদের স্বনির্ভর করতে পাটের তৈরি জিনিসই সম্বল শিলিগুড়ির উবাচের

Last Updated:

বর্তমানে ৩০ জন মহিলাকে পাটের সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাট দিয়ে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী তৈরি করছেন মহিলারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : মহিলাদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করতে এগিয়ে এলো পারমিতা। পাটের তৈরি নানান সামগ্রী তৈরি করে কিভাবে নিজেরা স্বনির্ভর হতে পারবে সেই উদ্দেশ্য নিয়েই কাজ শুরু করেছে পারমিতা। পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রোজেক্টের অধীনে এই কাজ করছেন তিনি। এখানে পাট দিয়ে হাতের জিনিসগুলো বানিয়ে সেগুলি বিক্রি করার ব্যবস্থাও তারা করে দেবে বলে জানিয়েছেন।
advertisement

এছাড়াও যেহেতু পাট পরিবেশবান্ধব, তাই পাটের তৈরি জিনিস ব্যবহারের যাতে বৃদ্ধি পায় সেটাও তাদের কর্মশালার মূল উদ্দেশ্য বলে জানান প্রশিক্ষক পারমিতা দাশগুপ্ত। শিলিগুড়ির রবীন্দ্র নগর এলাকায় “উবাচ” বলে একটি সংস্থা দীর্ঘদিন ধরেই মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে নানা ধরনের কর্মসূচি করে আসছে।

আরও পড়ুন ঃ ৩০০ বছরের প্রাচীন রাজার পুজো আমবাড়িতে! দেবী চৌধুরানীর ‘সেই’ পুজোয় আজও ভক্তের ঢল

advertisement

সস্থার পক্ষ থেকে বর্তমানে ৩০ জন মহিলাকে পাটের সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাট দিয়ে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী তৈরি করছেন মহিলারা। তাঁদের তৈরি সামগ্রী কিনে নিচ্ছে ওই সংস্থাই। স্বনির্ভর হওয়ার স্বপ্ন থাকলেও সংসারের চাপে তা পূরণ করতে পারেননি অনেক মহিলারা। এখন সংসারের ফাঁকেই হাতের কাজ করছেন নিজের মত। তাদের আয়ও বাড়ছে। এখানে কাজ শিখে তারা নিজেদের বাড়িতে বসেও ব্যবসা চালু করতে পারবে।

advertisement

View More

শিলিগুড়ি খবর | Siliguri News

সংস্থার কর্ণধারায় পারমিতা দাশগুপ্ত জানান, ” বহুদিন ধরেই আমরা মহিলাদের স্বনির্ভর করতে নানান ধরনের কর্মশালা করে আসছি। পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রোজেক্টের আওতায় পাটের তৈরি জিনিস বানানো শিখিয়ে মহিলাদের স্বনির্ভর করতেই আমাদের এই কর্মশালা” এখানে মহিলাদের বানানো সেই জিনিসগুলি নিয়ে এক্সিবিশন এর মাধ্যমে ও বিক্রির ব্যবস্থা তারাই করে দেবে বলে জানান তিনি।

advertisement

আরও পড়ুনঃ শিলিগুড়ি যাচ্ছেন? পর্যটকদের জন্য বিরাট খুশির খবর, অপেক্ষায় নতুন অতিথি

এই কর্মশালায় উপস্থিত একজন প্রশিক্ষার্থী রিঙ্কু দাস জানিয়েছেন, “ঘরে বসে থাকার থেকে এখানে এসে নতুন কাজ শিখলাম। আমার খুব ভালো লাগছে। ভবিষ্যতের এই জিনিসগুলি তৈরি করে নিজেরা বাড়িতে বসে ব্যবসা করতে পারব বলে আমার বিশ্বাস। এছাড়াও ভালো কাজ করলে, আমাকে প্রশিক্ষক হিসেবেও আমি আরো কয়েকজনকে শেখাতে পারব”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: মহিলাদের স্বনির্ভর করতে পাটের তৈরি জিনিসই সম্বল শিলিগুড়ির উবাচের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল