TRENDING:

Siliguri: ট্রাকের নীচেই সংসার! সীমান্তে দাঁড়িয়ে থাকা ট্রাক চালকদের দিনলিপি এটাই

Last Updated:

বাড়ি বা পরিবার নয়, গাড়িই তাদের সংসার। গাড়িতেই খাওয়া-দাওয়া, গাড়িতেই শুয়ে পড়া। কখনো গাড়ির ভেতরে কখনো গাড়ির নিচে একপ্রকার গাড়িকেই বেঁচে থাকার অঙ্গ হিসেবে বেছে নিয়েছেন ট্রাকচালকেরা ও তার সহকারীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : বাড়ি বা পরিবার নয়, গাড়িই তাদের সংসার। গাড়িতেই খাওয়া-দাওয়া, গাড়িতেই শুয়ে পড়া। কখনো গাড়ির ভেতরে কখনো গাড়ির নিচে একপ্রকার গাড়িকেই বেঁচে থাকার অঙ্গ হিসেবে বেছে নিয়েছেন ট্রাকচালকেরা ও তার সহকারীরা। গাড়িতেই সংসার করছেন ট্রাক চালকেরা। শিলিগুড়ির অদূরে অবস্থিত ফুলবাড়ী টু এর বাংলাবান্ধা সীমান্ত এলাকায় ট্রাক চালকদের এমনি হল। এই বাংলাবান্ধা সীমান্ত হলো ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চল। তাই নিরাপত্তা রক্ষার্থে ভিনদেশী এই ট্রাকগুলোকে পারাপার করতে সময় লাগে কখনো সাতদিন কখনো এক মাস ।কিন্তু ট্রাক চালকেরা করবে কি? প্রতিদিন যদি হোটেলে খেতে হয় তাহলে তো সমস্যা,খরচও অনেক বেশি।তাই ট্রাকের নিচেই একপ্রকার সংসার তৈরি করে নিয়েছেন ট্রাক চালকেরা। ওভেন নিয়ে ট্রাকের নিচেই বানাচ্ছেন ডাল ভাত রুটি সেখানেই বসে খাচ্ছেন , জিরিয়েও নিচ্ছেন খানিকক্ষণ। রোদ , ঝড় ,বৃষ্টি সবেতেই ট্রাকটাই ভরসা তাদের ।
advertisement

 

 

জীবনযাপনের অঙ্গ হিসেবে ট্রাকটাকেই বেছে নিয়েছেন চালকেরা এবং তার সহকারীরা। বহুদূরদূরান্ত থেকে আসা এই চালকের এখন এটাই সংসার। নেই কোন বিশ্রামাগার, নেই কোন টয়লেট। ট্রাক চালক সুদীপ রায় জানান এখানে লাইন দিয়ে ট্রাক ছাড়তে অনেক দিন সময় লাগে তাই থাকা খাওয়া আমাদের ট্রাকেই। এখানে যদি একটা বিশ্রামাগার থাকতো তবে আমাদের পক্ষে খুব ভালো হতো বলে জানান তিনি।

advertisement

View More

আরও পড়ুনঃ শুধু দোকানেই নয়! পোস্ট অফিসেও পাওয়া যাচ্ছে জাতীয় পতাকা

 

 

তবে তাদের কথা ভেবে ফুলবাড়ী ওনার্স অ্যাসোসিয়েশন-এর সম্পাদক শুভংকর নস্কর জানান। আগে বেশি বোল্ডার বোঝাই ট্রাক যেত ওপারে। তবে এখন বেশি খাদ্যসামগ্রী বাগী ট্রাক যায় বেশি তাই সরকারি নিয়ম কায়দা মেনে ট্রাক যেতে সময় লাগে অনেকটা বেশি। ফলে এক দেড় মাস ধরেই দাঁড়িয়ে থাকে এরা তাই তাদের জন্য বিশ্রামাগার তৈরীর একটা চিন্তাভাবনা চলছে।

advertisement

আরও পড়ুনঃ খামখেয়ালি আবহাওয়ায় ক্ষতির মুখে উত্তরের চা শিল্প

 

 

যদি আমরা সেটা করে দিতে পারি তাহলে অনেকেই উপকৃত হবেন বলে জানান তিনি। এছাড়াও ট্রাক ড্রাইভার বিমল রায় জানান যে পরিবার ছেড়ে বহুদিন ধরেই এখানে থাকেন তারা তবে স্থানীয় বাসিন্দারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে কোন রকম অসুবিধার সম্মুখীন হতে হয় না।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির বাড়ি মেরামত করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! হঠাই ধসে পড়ল...!
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: ট্রাকের নীচেই সংসার! সীমান্তে দাঁড়িয়ে থাকা ট্রাক চালকদের দিনলিপি এটাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল