তবে ধীরে ধীরে আবার নিজস্ব ছন্দে ফিরছে টয় ট্রেন। বর্তমানে প্রায় প্রতিদিনই ২০ থেকে ৩০ জন যাত্রী টয় ট্রেনের চেপে এনজিপি থেকে দার্জিলিং যাচ্ছেন। ফেরার ট্রেনেও প্রায় একই রকম থাকছে যাত্রী সংখ্যা। এ থেকেই বোঝা যাচ্ছে টয়ট্রনের চাহিদা মানুষের মধ্যে আবারও সক্রিয় হচ্ছে। ডি এইচ আর সূত্রের খবর, পুজোর সময় টয় ট্রেনের ব্যাপক চাহিদা রয়েছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই প্রচুর বুকিং রয়েছে টয় ট্রেনের ।
advertisement
রেল সুত্রের খবর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই জয় রাইড এবং এনজিপি দার্জিলিং টয় ট্রেনের আশি শতাংশ বুকিং এখনই হয়ে গিয়েছে। আর ১লা অক্টোবর থেকে ১৫ ই অক্টোবর পর্যন্ত এন জে পি দার্জিলিের কোনো টিকিটই আপাতত নেই। সমস্ত টিকিট বুক হয়ে গেছে । এরকম ঘটনা রেল কর্তৃপক্ষ আগে দেখেছে বলে মনে হয় না। পুজোর সময় প্রতিবছরই পাহাড়ে পর্যটক আসে। তাই টয় ট্রেনের চাহিদাও থাকে প্রচুর।
কিন্তু এ বছর সমস্ত রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ। ডি এইচ আর কর্তৃপক্ষ জানান অক্টোবর মাসের পরবর্তী ১৫ দিনের টিকিট ও খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে । তাই এই সময়ে যদি বাড়তি ট্রেন দিতে হয় ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রেলকর্তারা।
Anirban Roy