তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্কুলের পড়ুয়াদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ এবং প্লাস্টিক বন্ধ এই দুই বিষয় নিয়ে স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্ররা মিলে মিছিল করেন। স্কুল পড়ুয়ারা এদিন কূল প্রাঙ্গণ থেকে বেরিয়ে সুভাষপল্লী বাজার হয়ে আশপাশের এলাকা গুলো ঘুরে প্রত্যেকের হাতে সমাজ সচেতনতামূলক লিফলেট বিলি করেন।
advertisement
আরও পড়ুনঃ এবার ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তার নামকরণ শিলিগুড়িতে!
স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী দীপান্বিতা ধর জানান আমরা স্কুলে বসেই নিজেদের হাতে প্ল্যাকার্ড বানিয়েছি। ডেঙ্গু প্রতিরোধে কি করতে হবে কি করতে হবে না তার একটা লিস্ট বানিয়েছি, তারপর লিফলেট তৈরি হয়েছে এবং সেই লিফলেট আমরা মিছিল চলাকালীন সকলের হাতে তুলে দিয়েছি।
আরও পড়ুনঃ দার্জিলিং-এর আদলে সেলফি জোন এবার শিলিগুড়িতে! খুশি পর্যটকরা
স্কুলের পরিচালন সমিতির সভাপতি অসীম অধিকারী জানিয়েছেন যে হারে পশ্চিমবঙ্গ থাকা সমগ্র শহরজুড়ে ডেঙ্গু ছড়াচ্ছে তাতে করে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এরকম একটা কর্মসূচি করে আমরা খুব খুশি। এছাড়াও তিনি আরো জানান সারা দেশ জুড়ে প্লাস্টিক বন্ধ হয়ে গিয়েছে। শহরেও প্রতিদিন প্লাস্টিক বিরোধী কর্মসূচি হচ্ছে। তবুও কিছু কিছু জায়গায় এখনো আমাদের প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে তাই আপামর জনসাধারণকে আরো সচেতন করতে আমাদের এই উদ্যোগ ।
Anirban Roy