প্রচণ্ড গরমে শরীরে জলের অভাবের ফলে অসুস্থ হয়ে পড়ে অনেকেই। ফলে হাসপাতালে আসা সাধারণ মানুষদের কথা চিন্তা করে ঝলসানো এই গরম থেকে রোগী ও তাদের পরিজনদের কিছুটা রেহাই দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: খালি পায়ে কেদারনাথের পথে দিনমজুর প্রভাস...! নেপথ্যে 'বিরাট' কারণ! গর্বে ভাসছে হাওড়া
advertisement
হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় পানীয় জলের ব্যবস্থা করল শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। এতে উপকৃত হয়েছেন বহু রোগী ও রোগীর আত্মীয়েরা। সাধারণ মানুষের কথা ভেবে হাসপাতাল কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এই তীব্র গরমে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছে ফলে হাসপাতালে যারা চিকিৎসার জন্য আসে তাদের জন্য শুদ্ধ পানীয় জল খুবই প্রয়োজনীয় ফলে হাসপাতালের এই উদ্যোগে তারা অত্যন্ত খুশি।
আরও পড়ুন: সেচ খাল সংস্কার করতে গিয়ে ধসে গেল মাটি, দেওয়াল... সবশেষ! বুকফাটা কান্না বর্ধমানে
পাশাপাশি এ বিষয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ জানান, "এই দাবদাহ থেকে কিছুটা রেহাই পেতে রোগী ও তাদের পরিজনদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, চলতি সময়ে শুধু পানীয় জলের ব্যবস্থাই করা হয়েছে, তবে আগামীদিনে হাসপাতালে আসা সাধারণ মানুষদের জন্য ওআরএস-এর ব্যবস্থাও করা হবে।"
আপাতত মোট ৬টি পানীয় জলের ড্রাম হাসপাতাল চত্বরে বসানো হয়েছে, তবে পরবর্তীতে হাসপাতালের প্রত্যেকটি ফ্লোরে ২ করে এই পানীয় জলের ড্রাম বসানো হবে বলে জানান হাসপাতাল সুপার চন্দন ঘোষ। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে কিছুটা হলেও উপকৃত হবে সাধারণ মানুষ এমনটাই আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।