Offbeat News: খালি পায়ে কেদারনাথের পথে দিনমজুর প্রভাস...! নেপথ্যে 'বিরাট' কারণ! গর্বে ভাসছে হাওড়া
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Offbeat News: বিশ্ববাসীর কল্যাণ ও গঙ্গা দূষণ মুক্তির বার্তা দিয়ে, খালি পায়ে কেদারনাথের পথে হাওড়ার প্রভাস, সাঁকরাইল গঙ্গার ঘাটে স্নান করে বাবার জন্য জল নিয়ে যাত্রা শুরু...
হাওড়া: খালি পায়ে হেঁটে কেদারনাথের পথে হাওড়ার প্রভাস। বৃহস্পতিবার সকালে গঙ্গার ঘাটের স্নান সেরে বাবা কেদারনাথের জন্য একঘটি জল তুলে নিয়ে যাত্রা শুরু। এদিন সঙ্গে ছিল তার মা ও বন্ধুবান্ধব। দুই হাজার কিলোমিটার পথ তাকে একাকি হেঁটে পার করতে হবে। তবে তার এই যাত্রাপথের সূচনাকালে তাঁকে উৎসাহ দিতে ছিলেন মা ও কাছের বন্ধুবান্ধবরা সবাই।
পরনে গেরুয়াবস্ত্র, মুখভরা দাড়ি পিঠে আস্ত একখানা ব্যাগ হাতে তিরঙ্গা। হাওড়ার প্রভাসের মুখে চোখে এদিন ছিল এক অন্য যুদ্ধ জয়ের বার্তা। অভিনব এই যাত্রাপথে প্রভাসের মূল বার্তা মানবজাতির কল্যাণ এবং মা গঙ্গাকে দূষণমুক্ত করা।
advertisement
advertisement
বছর তিরিশের প্রভাস বর পেশায় একজন দিনমজুর। দিন এনে দিন খাওয়া পরিবার। যদিও সে বেশ পারদর্শী ক্যারাটেতে। ব্ল্যাক বেল্ট অধিকারী সে। ছেলের দীর্ঘদিনের স্বপ্ন পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা পূর্ণ করবে। যদিও লকডাউন এবং সংসারের অভাব অনটনের কারণে এতদিন পেরে ওঠা যায়নি। "বাবা মুখ তুলে চেয়েছে তাই সম্ভব হতে যাচ্ছে ছেলের স্বপ্ন। ছেলের স্বপ্ন পূরণ হোক আমরা ভীষণভাবে চাই।" জানালেন প্রভাসের মা।
advertisement
দীর্ঘ এই পথ একা অতিক্রম। তাঁর এই যাত্রা পথে থাকছে অনেক ঝুঁকি। এই প্রশ্নের উত্তরে প্রভাসের মা জানান, "কেদারনাথ বাবা টেনেছেন, উনিই সমস্ত কিছু দায় ও বিপদে রক্ষা করবেন।
আগামী তিন থেকে সাড়ে তিন মাস সময় গোটা পথ পায়ে হেঁটে অতিক্রম করবে প্রভাস। অদম্য ইচ্ছা আর মনের জোরকে কাজে লাগিয়ে সাঁকরাইল গঙ্গার ঘাট থেকে এই যাত্রা শুরু করলেন প্রভাস। যা সকলকে অবাক করিয়ে দেওয়ার মতই। যেখানে এই গরমের এই দাবদাহে মানুষ নাজেহাল। মানুষ ভয় পাচ্ছেন নিদেনপক্ষে বাড়ির বাইরে বের হতে, সেখানে কী ভাবে খালি পায়ে হেঁটে এই দীর্ঘ পথ পাড়ি দেবেন এই যুবক? চোখ কপালে উঠছে এলাকাবাসীর।
advertisement
স্থানীয় তপন দাস জানান, "প্রশাসন গঙ্গা স্বচ্ছতা বজায় রাখতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। একজন এই ব্যক্তিগত উদ্যোগে এমন ভাবনার শরিক হওয়া সত্যিই অভাবনীয়। সাঁকরাইল বাসিন্দা শুভজ্যতি ঘোষ জানান, সরকার বিভিন্ন নিয়ম করে আইন করে গঙ্গা দূষণ রুখতে চেষ্টা করছে। অনেক সময় আমরা মানুষ হিসাবে সেগুলো পালন করি না। মানুষের মধ্যে শুভবুদ্ধি উদয় করানোর জন্য যা করছে প্রভাস তা অভাবনীয়। ও সাঁকরাইলের গর্ব। যে ভাবে প্রভাস এগিয়ে চলেছে, এর একটা পজিটিভ দিক রয়েছে। নিশ্চিত প্রভাসকে দেখে কিছু সংখ্যক হলেও মানুষ এগিয়ে আসবেন, সচেতন হবেন।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2023 10:02 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat News: খালি পায়ে কেদারনাথের পথে দিনমজুর প্রভাস...! নেপথ্যে 'বিরাট' কারণ! গর্বে ভাসছে হাওড়া