তথ্য অনুযায়ী, ১৯৩৭ সালের ৫ ই নভেম্বর সেবকে করোনেশন সেতুর শিলান্যাস করা হয়। এর সঙ্গে রাজা ষষ্ঠ জর্জ এবং রানি এলিজাবেথের অভিষেকের ঘটনা যুক্ত। ১৯৪১ সালে সেতুটি তৈরি হয়। কাগজে-কলমে সেতুর বয়স ইতিমধ্যেই ৮০ বছর পার হয়েছে। এই তথ্যকেই গানের মাধ্যমে তুলে এনেছেন জয়দীপ এবং অন্যরা। মালবাজারের বাসিন্দা জয়দীপ দত্ত গানের সুরকার এবং গীতিকার। বর্তমানে কর্মসূত্রে তিনি শিলিগুড়িতে থাকেন। জয়দীপ নিজেও গানের কিছুটা অংশ গেয়েছেন। জয়দীপ স্থানীয় শিল্পী সোহম দাস এবং মেঘা গুপ্তকে সঙ্গে নিয়ে এই গান বেঁধেছেন । ভিডিও-র যাবতীয় সম্পাদনা করেছেন সৌগত বড়ুয়া করেছেন।
advertisement
জয়দীপ দত্ত বলেন, “সেবকের করোনেশন ব্রিজ উত্তরবঙ্গের তথা ডুয়ার্সের মানুষের আবেগের সঙ্গে জড়িত। তবে এই সেতুর বয়স হয়েছে। তাই এই সেতুকে অবশ্যই সংরক্ষণ করা উচিত এবং দ্বিতীয় সেবক সেতুর দাবি বহুদিন ধরেই চলছে কিন্তু এখনও কোনো কাজ শুরু হয়নি।” তাই মানুষের দাবিকে আরও ছড়িয়ে দিতেই গানকে হাতিয়ার করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ৮৪ কিমি বেগে কালবৈশাখীর তাণ্ডব, আজ কলকাতার কোথায় কত বৃষ্টি হল? রইল পুরসভার হিসেব
আরও পড়ুন: ২০০০ কোটি টাকা মিড ডে মিলে…! ‘দুর্নীতি’ বিতর্কের মধ্যেই রাজ্যকে বিপুল বরাদ্দ কেন্দ্রের
শিল্পী সোহম দাস বলেন, “এ দাবি তো আমাদের সকলের। গানের থেকে আর কী ভালো মাধ্যম হতে পারত। অতীতে গান-বাজনা করেই আন্দোলনের রূপ নিত। তাই আমরা গানকেই বেছে নিয়েছি।”
সেবকের দ্বিতীয় সড়ক সেতু তৈরির দাবি নিয়ে দীর্ঘ দিন আন্দোলন করছে ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস। সংগঠনের সম্পাদক চন্দন রায় বলেন, “আমরা আশা করছি, এভাবেই সকলের সম্মিলিত উদ্যোগে আমাদের দাবি পূরণের পথে এগিয়ে যাব।”
অনির্বাণ রায়