Kolkata Rain| Kalbaisakhi|| ৮৪ কিমি বেগে কালবৈশাখীর তাণ্ডব, আজ কলকাতার কোথায় কত বৃষ্টি হল? রইল পুরসভার হিসেব

Last Updated:
Kolkata Rain: ঠনঠনিয়ায় ৬.৬ মিলিমিটার, বালিগঞ্জে ১২ মিলিমিটার, মানিকতলায় ৪ মিলিমিটার, বীরপাড়ায় ৩ মিলিমিটার, কলেজস্ট্রিটে ৬ মিলিমিটার, দত্তবাগানে ৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
1/6
*কলকাতায় ৮৪ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী আছড়ে পড়ে বিকেল ৫ঃ৪১ মিনিট নাগাদ। ৩ মিনিট দমকা এই ঝড় স্থায়ী হয়। উত্তর-পশ্চিম দিক থেকে ঝড় ৮৪ কিলোমিটার গতিবেগে কলকাতা অতিক্রম করে। ফাইল ছবি। 
*কলকাতায় ৮৪ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী আছড়ে পড়ে বিকেল ৫ঃ৪১ মিনিট নাগাদ। ৩ মিনিট দমকা এই ঝড় স্থায়ী হয়। উত্তর-পশ্চিম দিক থেকে ঝড় ৮৪ কিলোমিটার গতিবেগে কলকাতা অতিক্রম করে। ফাইল ছবি। 
advertisement
2/6
*এরপর সন্ধ্যা ছ'টা নাগাদ দমদমেও কালবৈশাখী তাণ্ডব চালায়। পশ্চিম দিক থেকে ৬২ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে এক মিনিট স্থায়ী হয় কালবৈশাখী। ফাইল ছবি। 
*এরপর সন্ধ্যা ছ'টা নাগাদ দমদমেও কালবৈশাখী তাণ্ডব চালায়। পশ্চিম দিক থেকে ৬২ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে এক মিনিট স্থায়ী হয় কালবৈশাখী। ফাইল ছবি। 
advertisement
3/6
*এ দিন ঝড়ের পাশাপাশি কলকাতার একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। বহু জায়গায় জম জমে যায় সাময়িকভাবে। শহরের ২০ জায়গায় গাছ উপড়ে পড়ে। ফাইল ছবি। 
*এ দিন ঝড়ের পাশাপাশি কলকাতার একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। বহু জায়গায় জম জমে যায় সাময়িকভাবে। শহরের ২০ জায়গায় গাছ উপড়ে পড়ে। ফাইল ছবি। 
advertisement
4/6
*বেলেঘাটা, মণীন্দ্র কলেজের সামনে, পটারি রোড, ভিক্টোরিয়া, ময়দান, জাদুঘর, লেক কালীবাড়ি, হরিশ চ্যাটার্জী স্ট্রিট, খিদিরপুরের বিভিন্ন এলাকায় গাছ পড়ে। ফাইল ছবি। 
*বেলেঘাটা, মণীন্দ্র কলেজের সামনে, পটারি রোড, ভিক্টোরিয়া, ময়দান, জাদুঘর, লেক কালীবাড়ি, হরিশ চ্যাটার্জী স্ট্রিট, খিদিরপুরের বিভিন্ন এলাকায় গাছ পড়ে। ফাইল ছবি। 
advertisement
5/6
*এ দিন ঠনঠনিয়ায় ৬.৬ মিলিমিটার, বালিগঞ্জে ১২ মিলিমিটার, মানিকতলায় ৪ মিলিমিটার, বীরপাড়ায় ৩ মিলিমিটার, কলেজস্ট্রিটে ৬ মিলিমিটার, দত্তবাগানে ৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফাইল ছবি। 
*এ দিন ঠনঠনিয়ায় ৬.৬ মিলিমিটার, বালিগঞ্জে ১২ মিলিমিটার, মানিকতলায় ৪ মিলিমিটার, বীরপাড়ায় ৩ মিলিমিটার, কলেজস্ট্রিটে ৬ মিলিমিটার, দত্তবাগানে ৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফাইল ছবি। 
advertisement
6/6
*পামারবাজারে ৪ মিলিমিটার, ধাপায় ৫ মিলিমিটার, উল্টোডাঙায় ৭ মিলিমিটার, তপসিয়ায় ৫ মিলিমিটার, মোমিনপুরে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফাইল ছবি।
*পামারবাজারে ৪ মিলিমিটার, ধাপায় ৫ মিলিমিটার, উল্টোডাঙায় ৭ মিলিমিটার, তপসিয়ায় ৫ মিলিমিটার, মোমিনপুরে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement