TRENDING:

Siliguri news: কোথা থেকে এল টাকা? সেই টাকা নিয়েই বিবাদ! ঘটল ভয়াবহ কাণ্ড!

Last Updated:

Siliguri news: ভয়াবহ ঘটনা ঘটল শিলিগুড়িতে। কোথা থেকে এল এত টাকা? সেই টাকা নিয়েই বিবাদ! তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : টাকা নিয়ে ঝামেলার জেরে ছুরির আঘাতে জখম দুই যুবক।আহত দুই যুবকের নাম বাপি রায়(২০) , রাজা দাস(২১) । জানা যায় ওই দুই যুবক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন । সোমবার রাতে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকার ঢাকেশ্বরী মন্দিরের ঠিক সামনে বসেই সোমবার রাত সাড়ে আটটা নাগাদ কিছু যুবকের সাথে হঠাৎ মারপিটের জেরে ছুরির হানায় আহত হয় দু'জন যুবক। ঘটনার খবর পেয়ে আশীঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু'জন অভিযুক্তকে গ্রেফতার করে ।
advertisement

সূত্রের খবর, ঢাকেশ্বরী মন্দিরের সামনে বসে কিছু টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে সমস্যা হয় । সেই বিবাদের জেরে এবং তারপরেই শম্ভু দাস ও সুরজিৎ মল্লিক নামে দুই ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করে দুই যুবককে । আহত দুই যুবক শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে । তারা এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছে । এই ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে আশিঘর ফাঁড়ির পুলিশ ।

advertisement

আরও পড়ুন: সহজে কোটিপতি হওয়ার স্বপ্ন জলে! বন্ধ হয়ে গেল লটারির টিকিট বিক্রি! জানুন

জানা যায় , আশিঘর ফাঁড়ির ওই এলাকাতে এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। কিছুদিন আগেও দেখা গিয়েছিল প্রায় দশজনক ছুরি মেরে পালিয়ে যায় দুষ্কৃতীরা । আবারো এই একই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা । কেনো এ ধরনের ঘটনা বারবার হচ্ছে তা নিয়ে চিন্তিত প্রশাসন । যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে টা নিয়ে আশ্বাস দিয়েছেন পুলিশ ।এই ঘটনাকে কেন্দ্র করে পুরোপুরি ভাবে তদন্ত করে দেখছেন আশিঘর ফাঁড়ির পুলিশ । অভিযুক্ত দের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri news: কোথা থেকে এল টাকা? সেই টাকা নিয়েই বিবাদ! ঘটল ভয়াবহ কাণ্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল