Birbhum News | Lottery Ticket : সহজে কোটিপতি হওয়ার স্বপ্ন জলে! বন্ধ হয়ে গেল লটারির টিকিট বিক্রি! জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
Birbhum News | Lottery Ticket : রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন আর সত্যি হবে না! বন্ধ করে দেওয়া হল লটারির টিকিট বিক্রি! কারণ জানুন
#বীরভূম : লটারি টিকিট কেটে এবং সেই সকল টিকিটে কোটি টাকার পুরস্কার জিতে বর্তমানে বহুজনকেই কোটিপতি হতে দেখা যাচ্ছে। প্রায় প্রতিদিনই সংবাদের শিরোনামে উঠে আসা এই ধরনের খবরের পরিপ্রেক্ষিতে অনেকের মধ্যেই আশা তৈরি হচ্ছে টিকিট কেটে কোটিপতি হওয়ার। কিন্তু গত সোমবার থেকে বীরভূমের সিউড়ি সহ অন্যান্য জায়গায় লটারির টিকিট বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে এই ধরনের লটারির টিকিট প্রেমীদের।
লটারির টিকিট বিক্রি বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হিসাবে যা ধরা পড়েছে তা হল, বিক্রেতাদের কমিশন নিয়ে অসন্তোষ। টিকিট বিক্রেতাদের অভিযোগ তাদের কমিশনের কোন মা বাবা নেই। এছাড়াও অভিযোগ দিন দিন তাদের কমিশন কমিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের উপর কোম্পানি একপ্রকার জোড় জুলুম চালাচ্ছে। এই পরিস্থিতিতে তাদের এই ব্যবসার সঙ্গে যুক্ত থেকে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ার কারণেই তারা লটারির টিকিট বিক্রি বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন।
advertisement
তাদের দাবি হল, আগের মত লটারির টিকিট বিক্রি করার ক্ষেত্রে কমিশন ফিরিয়ে দিতে হবে। এর পাশাপাশি টিকিট কিনে বিক্রি করার ক্ষেত্রে যে ধরনের নিয়ম-কানুন চালু করা হয়েছে সেই সকল নিয়ম কানুন তারা মানতে নারাজ। নিজেদের চাহিদা মত টিকিট কিনে টিকিট বিক্রি করবেন এবং সেই টিকিট শেষ হয়ে যাওয়ার পর আবার টিকিট কিনে বিক্রি করবেন। এ সকল সমস্যার সমাধান না হলে তারা টিকিট বিক্রি করবেন না।
advertisement
advertisement
অন্যদিকে এই টিকিট বিক্রি বন্ধ হয়ে যাওয়ার পর বিভিন্ন লটারির টিকিট বিক্রির দোকান থেকে ফিরে আসতে দেখা যাচ্ছে লটারির টিকিট প্রেমীদের। তাদের তরফ থেকে জানানো হয়েছে, বিভিন্ন জায়গায় তারা লটারির টিকিট কেটে কোটি টাকা পুরস্কার জেতার খবর পান। এসব দেখে তাদের মধ্যেও ইচ্ছে হয় পুরস্কার জেতার। তারই পরিপ্রেক্ষিতে তারা লটারির টিকিট কেনেন। কিন্তু গত দুদিন ধরে টিকিট না পাওয়াই সমস্যায় পড়ছেন।
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
October 11, 2022 4:40 PM IST